ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ১২:৪৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ১২ বার পড়া হয়েছে

মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে সড়ক দুর্ঘটনায় দুলাল হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বুড়িপোতা সড়কে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা দুলালের যমজ ভাই আলাল হোসেন ও বন্ধু আবু সাঈদ আহত হয়। আলাল ও দুলাল কেদারগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র।
আহত আবু সাঈদ জানায়, বৃহস্পতিবার রাতে তিনজন মোটরসাইকেলযোগে শালিকা গ্রামের বন্ধু বিদ্যুতের বাড়িতে দাওয়াত থেকে ফিরছিল। পথে আজিমুদ্দিনের ভাটার কাছে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর জখম হন। পরে স্থানীয় ও পথচারীরা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুলাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক হোসেন বলেন, ‘হাসপাতালে দুলাল হোসেনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎস দেয়া হয়।
মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) কনি মিয়া জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযান না থানায় লাশ হস্তান্তর করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

আপলোড টাইম : ১২:৪৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে সড়ক দুর্ঘটনায় দুলাল হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বুড়িপোতা সড়কে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা দুলালের যমজ ভাই আলাল হোসেন ও বন্ধু আবু সাঈদ আহত হয়। আলাল ও দুলাল কেদারগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র।
আহত আবু সাঈদ জানায়, বৃহস্পতিবার রাতে তিনজন মোটরসাইকেলযোগে শালিকা গ্রামের বন্ধু বিদ্যুতের বাড়িতে দাওয়াত থেকে ফিরছিল। পথে আজিমুদ্দিনের ভাটার কাছে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর জখম হন। পরে স্থানীয় ও পথচারীরা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুলাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক হোসেন বলেন, ‘হাসপাতালে দুলাল হোসেনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎস দেয়া হয়।
মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) কনি মিয়া জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযান না থানায় লাশ হস্তান্তর করা হয়।