ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে সাবেক এমপি নায়েব আলী জোয়ারদার গ্রেপ্তার

নাশকতার দুটি মামলায় ৪ দিনের রিমান্ডে

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১২:৩৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ১১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ—১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে জেলা শহরের আরাপপুরের জামতলা এলাকার বাড়ি থেকে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। নাশকতার আলাদা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার সকালে তাকে ঝিনাইদহের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ চার দিন মঞ্জুর করেন।
সম্প্রতি জেলা বিএনপির দলীয় কার্যালয় ও দলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৯ ও ২৪ আগস্ট সদর থানায় দুটি নাশকতার মামলা হয়। সেই মামলায় এক নম্বর আসামি নায়েব আলী জোয়ারদার। রাতে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার সকালে তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে গেল ৪ আগস্ট আওয়ামী লীগের শান্তি মিছিল থেকে ঝিনাইদহ বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ—১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। চলতি বছরের ৬ মার্চ তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়। এরপর ঝিনাইদহ—১ আসনের উপ—নির্বাচনে গত ১৮ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন নায়েব আলী জোয়ারদার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে সাবেক এমপি নায়েব আলী জোয়ারদার গ্রেপ্তার

নাশকতার দুটি মামলায় ৪ দিনের রিমান্ডে

আপলোড টাইম : ১২:৩৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

ঝিনাইদহ—১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে জেলা শহরের আরাপপুরের জামতলা এলাকার বাড়ি থেকে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। নাশকতার আলাদা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার সকালে তাকে ঝিনাইদহের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ চার দিন মঞ্জুর করেন।
সম্প্রতি জেলা বিএনপির দলীয় কার্যালয় ও দলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৯ ও ২৪ আগস্ট সদর থানায় দুটি নাশকতার মামলা হয়। সেই মামলায় এক নম্বর আসামি নায়েব আলী জোয়ারদার। রাতে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার সকালে তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে গেল ৪ আগস্ট আওয়ামী লীগের শান্তি মিছিল থেকে ঝিনাইদহ বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ—১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। চলতি বছরের ৬ মার্চ তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়। এরপর ঝিনাইদহ—১ আসনের উপ—নির্বাচনে গত ১৮ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন নায়েব আলী জোয়ারদার।