ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুরের ভালাইপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি

একজনের মৃত্যু, দুজন আহত

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে রাশেদ শেখ (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার ভালাইপুর গ্রামের বিশ^াস পাড়ায় আ. রাজ্জাকের বাড়িতে স্থানীয়রা তাদের আটক করে গণধোলাই দেয়। নিহত রাশেদ মহেশপুরের ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে। এসময় গণপিটুনিতে আহত হন নিহত রাশেদের ছোট ভাই রাজদুল শেখ ও চাচা বজলুর রহমান বটা। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা পুলিশ প্রহরায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।

গ্রামবাসী জানান, হতাহতরা পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে গরু চুরির সঙ্গে জড়িত। এর আগেও বজলুর রহমান বটার পিতা আনসার শেখ ও তার ভাই হাকিম শেখকে গরু চুরির দ্বায়ে গণধোলাই দেয় স্থানীয়রা। এছাড়া আটক বজলুর রহমান বটা দীর্ঘদিন যাবত মহেশপুর উপজেলার গরু চোর সিন্ডিকেটের প্রধান হিসেবে পরিচিত। স্থানীয়রা তিনজনকে আটক করতে পারলেও তার সঙ্গী শরিফুল ইসলাম পালাতে সক্ষম হয়।

গ্রামবাসী আরও জানান, আটকের পর তারা পালানোর চেষ্টা করে। এসময় তাদের ছুরিকাঘাতে একই গ্রামের তৌহিদুল খা নামে এক ব্যক্তি গুরুতর জখম হন। এতে বিক্ষুদ্ধ হয়ে গ্রামবাসী ওই তিনজনকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যান। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল জানান, গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিন চোর গণপিটুনির শিকার হন। পিটুনিতে তিনজনের মধ্যে রাশেদ শেখ নামে একজন মারা গেছেন। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মহেশপুরের ভালাইপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি

একজনের মৃত্যু, দুজন আহত

আপলোড টাইম : ০৮:১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ঝিনাইদহের মহেশপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে রাশেদ শেখ (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার ভালাইপুর গ্রামের বিশ^াস পাড়ায় আ. রাজ্জাকের বাড়িতে স্থানীয়রা তাদের আটক করে গণধোলাই দেয়। নিহত রাশেদ মহেশপুরের ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে। এসময় গণপিটুনিতে আহত হন নিহত রাশেদের ছোট ভাই রাজদুল শেখ ও চাচা বজলুর রহমান বটা। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা পুলিশ প্রহরায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।

গ্রামবাসী জানান, হতাহতরা পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে গরু চুরির সঙ্গে জড়িত। এর আগেও বজলুর রহমান বটার পিতা আনসার শেখ ও তার ভাই হাকিম শেখকে গরু চুরির দ্বায়ে গণধোলাই দেয় স্থানীয়রা। এছাড়া আটক বজলুর রহমান বটা দীর্ঘদিন যাবত মহেশপুর উপজেলার গরু চোর সিন্ডিকেটের প্রধান হিসেবে পরিচিত। স্থানীয়রা তিনজনকে আটক করতে পারলেও তার সঙ্গী শরিফুল ইসলাম পালাতে সক্ষম হয়।

গ্রামবাসী আরও জানান, আটকের পর তারা পালানোর চেষ্টা করে। এসময় তাদের ছুরিকাঘাতে একই গ্রামের তৌহিদুল খা নামে এক ব্যক্তি গুরুতর জখম হন। এতে বিক্ষুদ্ধ হয়ে গ্রামবাসী ওই তিনজনকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যান। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল জানান, গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিন চোর গণপিটুনির শিকার হন। পিটুনিতে তিনজনের মধ্যে রাশেদ শেখ নামে একজন মারা গেছেন। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।