ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় জীবনের নিরাপত্তা চেয়ে বৃদ্ধর সংবাদ সম্মেলন

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
  • আপলোড টাইম : ০৭:৫৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮ বার পড়া হয়েছে


আলমডাঙ্গায় নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধ আনসার আলী। গতকাল বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। বৃদ্ধ আনসার আলী আলমডাঙ্গার রামদিয়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে আনসার আলী বলেন, দীর্ঘ বছর বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছি। আওয়ামী লীগের ১৬ বছরে অনেক নির্যাতন সহ্য করেছি। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। কিন্তু রামদিয়ার আওয়ামী লীগের ক্যাডাররা এখনও তাদের রামরাজত্ব ধরে রেখেছে। দিনের বেলায় প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘আমার ভাতিজা মাসেমকে আওয়ামী লীগের ক্যাডাররা কুপিয়ে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। আমাকেও মেরে ফেলতে পারে। সাংবাদিকদের সামনে বলে যাই, আমি মারা গেলে যেন আমার সন্তান তার বাবা হত্যার বিচার পায়।’

লিখিত বক্তব্যে আনসার আলী উল্লেখ করেন, ‘রামদিয়া গ্রামের বিশারত আলীর ছেলে আহম্মদ আলী, ইদ্রিস আলীর ছেলে হালিম, সেলিম, খাইবার আলীর ছেলে পল্টু, বাদলের ছেলে লাল্টু, মকবুলের ছেলে মোশারেফ, মুকছারের ছেলে চিকু আলী রাসেল ও দূর্জয় সকলেই আওয়ামী লীগের সন্ত্রাসী। এরা দীর্ঘকাল আমার বসতবাড়িসহ আমার ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে রেখেছে। আমিসহ আমার পরিবারের লোকজন তাদেরকে আমাদের ক্রয়কৃত জমি ছেড়ে দিতে বললে তারা আমাদের জীবননাশের হুমকি দেয়। গত ১১ আগস্ট বেলা সাড়ে ১২টার সময় আমার ভাতিজা মাসেম আলী ও আমার নাতী সুয়া আলম রাকিব মাঠে ধান রোপণ করে বাড়ি ফেরার পথে তাদের কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।’ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আনসার আলী জোয়ার্দ্দার নিজেদের জীবন বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় জীবনের নিরাপত্তা চেয়ে বৃদ্ধর সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ০৭:৫৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪


আলমডাঙ্গায় নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধ আনসার আলী। গতকাল বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। বৃদ্ধ আনসার আলী আলমডাঙ্গার রামদিয়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে আনসার আলী বলেন, দীর্ঘ বছর বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছি। আওয়ামী লীগের ১৬ বছরে অনেক নির্যাতন সহ্য করেছি। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। কিন্তু রামদিয়ার আওয়ামী লীগের ক্যাডাররা এখনও তাদের রামরাজত্ব ধরে রেখেছে। দিনের বেলায় প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘আমার ভাতিজা মাসেমকে আওয়ামী লীগের ক্যাডাররা কুপিয়ে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। আমাকেও মেরে ফেলতে পারে। সাংবাদিকদের সামনে বলে যাই, আমি মারা গেলে যেন আমার সন্তান তার বাবা হত্যার বিচার পায়।’

লিখিত বক্তব্যে আনসার আলী উল্লেখ করেন, ‘রামদিয়া গ্রামের বিশারত আলীর ছেলে আহম্মদ আলী, ইদ্রিস আলীর ছেলে হালিম, সেলিম, খাইবার আলীর ছেলে পল্টু, বাদলের ছেলে লাল্টু, মকবুলের ছেলে মোশারেফ, মুকছারের ছেলে চিকু আলী রাসেল ও দূর্জয় সকলেই আওয়ামী লীগের সন্ত্রাসী। এরা দীর্ঘকাল আমার বসতবাড়িসহ আমার ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে রেখেছে। আমিসহ আমার পরিবারের লোকজন তাদেরকে আমাদের ক্রয়কৃত জমি ছেড়ে দিতে বললে তারা আমাদের জীবননাশের হুমকি দেয়। গত ১১ আগস্ট বেলা সাড়ে ১২টার সময় আমার ভাতিজা মাসেম আলী ও আমার নাতী সুয়া আলম রাকিব মাঠে ধান রোপণ করে বাড়ি ফেরার পথে তাদের কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।’ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আনসার আলী জোয়ার্দ্দার নিজেদের জীবন বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।