ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা ওয়াপদার পুরোনো প্রাচীরে ফাটল, দুর্ঘটনার শঙ্কা, দ্রুত মেরামতের দাবি

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৯:১৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা পৌর শহরের বাবুপাড়ার দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার পাশ দিয়ে কোর্টপাড়ায় যাওয়ার রাস্তায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) পুরানো প্রাচীরে ফাটল দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে প্রাচীরটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা দ্রুত প্রাচীরটি মেরামতের দাবি জানিয়েছেন। জানা গেছে, আলমডাঙ্গার বাবুপাড়ায় ওয়াপদার পূর্বদিকে কোর্টপাড়ায় যাওয়ার এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজের অনেক শিক্ষার্থীদের যাতায়াতের পথও এটি। প্রাচীরটি দীর্ঘদিন ধরে ফাটল ধরেছে এবং সামান্য বাতাসে এটি নড়াচড়া করে। এলাকাবাসীর মতে, জরাজীর্ণ এই প্রাচীর যে কোনো সময় ধসে পড়তে পারে। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে প্রাচীরটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এ বিষয়ে কোর্টপাড়া এলাকার শিক্ষার্থী সামিউল বলেন, ‘প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাই। প্রাচীরটি ভেঙে পড়ার ভয় আমাদের সবার আছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’ ওয়াপদার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাচীরের ছবি ও ভিডিও পাঠানোর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবেন। তবে স্থানীয়রা ছবি ও ভিডিও প্রেরণ করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গা ওয়াপদার পুরোনো প্রাচীরে ফাটল, দুর্ঘটনার শঙ্কা, দ্রুত মেরামতের দাবি

আপলোড টাইম : ০৯:১৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

আলমডাঙ্গা পৌর শহরের বাবুপাড়ার দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার পাশ দিয়ে কোর্টপাড়ায় যাওয়ার রাস্তায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) পুরানো প্রাচীরে ফাটল দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে প্রাচীরটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা দ্রুত প্রাচীরটি মেরামতের দাবি জানিয়েছেন। জানা গেছে, আলমডাঙ্গার বাবুপাড়ায় ওয়াপদার পূর্বদিকে কোর্টপাড়ায় যাওয়ার এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজের অনেক শিক্ষার্থীদের যাতায়াতের পথও এটি। প্রাচীরটি দীর্ঘদিন ধরে ফাটল ধরেছে এবং সামান্য বাতাসে এটি নড়াচড়া করে। এলাকাবাসীর মতে, জরাজীর্ণ এই প্রাচীর যে কোনো সময় ধসে পড়তে পারে। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে প্রাচীরটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এ বিষয়ে কোর্টপাড়া এলাকার শিক্ষার্থী সামিউল বলেন, ‘প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাই। প্রাচীরটি ভেঙে পড়ার ভয় আমাদের সবার আছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’ ওয়াপদার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাচীরের ছবি ও ভিডিও পাঠানোর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবেন। তবে স্থানীয়রা ছবি ও ভিডিও প্রেরণ করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।