ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদার নাপিতখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা

থানায় অভিযোগ, ৮০ হাজার টাকায় মীমাংসা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদার নাপিতখালী গ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একই গ্রামের নুরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলামের (২৫) বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ করা হয়। ওই শিক্ষার্থীর মা দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করেছিলেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দামুড়হুদা থানায় উভয় পক্ষের উপস্থিতিতে মেয়ের বিয়ের খরচ বাবদ ৮০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বাড়িতে একা ছিল ওই স্কুলছাত্রী। এই সুযোগে বেলা ৩টার দিকে প্রতিবেশী যুবক হাফিজুল ইসলাম জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে পালিয়ে যান হাফিজুল। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে দামুড়হুদা মডেল থানা-পুলিশ উভয় পক্ষকে থানায় ডাকে। পরে উভয় পরিবারের সম্মতিতে ভবিষ্যতে মেয়ের বিয়ের জন্য হাফিজুলের পরিবার মেয়ের পরিবারকে নগদ ৮০ হাজার টাকা দিয়ে বিষয়টির মীমাংসা করে।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এএসআই জাহিদুল ইসলাম বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয় পক্ষ মিলে তারা মেয়ের বিয়ের জন্য ৮০ হাজার টাকায় মীমাংসা করে নিয়েছে। এ বিষয়ে কোনো পক্ষের কোনো অভিযোগ নেই।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদার নাপিতখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা

থানায় অভিযোগ, ৮০ হাজার টাকায় মীমাংসা

আপলোড টাইম : ০৪:৩২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদার নাপিতখালী গ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একই গ্রামের নুরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলামের (২৫) বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ করা হয়। ওই শিক্ষার্থীর মা দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করেছিলেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দামুড়হুদা থানায় উভয় পক্ষের উপস্থিতিতে মেয়ের বিয়ের খরচ বাবদ ৮০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বাড়িতে একা ছিল ওই স্কুলছাত্রী। এই সুযোগে বেলা ৩টার দিকে প্রতিবেশী যুবক হাফিজুল ইসলাম জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে পালিয়ে যান হাফিজুল। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে দামুড়হুদা মডেল থানা-পুলিশ উভয় পক্ষকে থানায় ডাকে। পরে উভয় পরিবারের সম্মতিতে ভবিষ্যতে মেয়ের বিয়ের জন্য হাফিজুলের পরিবার মেয়ের পরিবারকে নগদ ৮০ হাজার টাকা দিয়ে বিষয়টির মীমাংসা করে।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এএসআই জাহিদুল ইসলাম বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয় পক্ষ মিলে তারা মেয়ের বিয়ের জন্য ৮০ হাজার টাকায় মীমাংসা করে নিয়েছে। এ বিষয়ে কোনো পক্ষের কোনো অভিযোগ নেই।