ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় আফিয়া নূর বৃত্তি প্রকল্পের উদ্বোধন

‘দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে’

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৪:০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় আফিয়া নূর বৃত্তি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলে এ প্রকল্পের শুভ সূচনা করা হয়। এ কার্যক্রমটি পরিচালনা করছে আলমডাঙ্গা আফিয়া নূর ফাউন্ডেশন। প্রধান অতিথি থেকে আফিয়া নূর বৃত্তি প্রকল্প কার্যক্রমের উদ্বোধন করেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম।

প্রধান অতিথি বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারবে না। আলমডাঙ্গা আফিয়া নূর ফাউন্ডেশন মানবসম্পদ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। সমাজের বিত্তবানরা যদি এমনিভাবে এগিয়ে আসে, তাহলে সমাজ থেকে বৈষম্য দূর হয়ে যাবে।
জানা গেছে, বিশ্বায়নের এই যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও সামাজিক বৈষম্য কমাতে শিক্ষার বিকল্প নেই। তাই গরিব মেধাবী ছাত্র-ছাত্রীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে আফিয়া নূর বৃত্তি প্রকল্প চালু করা হয়। প্রাথমিক পর্যায়ে আলমডাঙ্গা উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত এ বৃত্তি প্রকল্প কার্যক্রম চলবে।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার সভাপতিত্বে আফিয়া নূর বৃত্তি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান মোহাম্মদ নূর মোহাম্মদ টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় আফিয়া নূর বৃত্তি প্রকল্পের উদ্বোধন

‘দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে’

আপলোড টাইম : ০৪:০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

আলমডাঙ্গায় আফিয়া নূর বৃত্তি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলে এ প্রকল্পের শুভ সূচনা করা হয়। এ কার্যক্রমটি পরিচালনা করছে আলমডাঙ্গা আফিয়া নূর ফাউন্ডেশন। প্রধান অতিথি থেকে আফিয়া নূর বৃত্তি প্রকল্প কার্যক্রমের উদ্বোধন করেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম।

প্রধান অতিথি বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারবে না। আলমডাঙ্গা আফিয়া নূর ফাউন্ডেশন মানবসম্পদ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। সমাজের বিত্তবানরা যদি এমনিভাবে এগিয়ে আসে, তাহলে সমাজ থেকে বৈষম্য দূর হয়ে যাবে।
জানা গেছে, বিশ্বায়নের এই যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও সামাজিক বৈষম্য কমাতে শিক্ষার বিকল্প নেই। তাই গরিব মেধাবী ছাত্র-ছাত্রীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে আফিয়া নূর বৃত্তি প্রকল্প চালু করা হয়। প্রাথমিক পর্যায়ে আলমডাঙ্গা উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত এ বৃত্তি প্রকল্প কার্যক্রম চলবে।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার সভাপতিত্বে আফিয়া নূর বৃত্তি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান মোহাম্মদ নূর মোহাম্মদ টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।