ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ১২:৩৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ১২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৪—২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে মাসকলাই আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।
প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। তিনি বলেন, প্রতি বছরের ন্যায় আমরা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির মাধ্যমে খরিপ—২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করে থাকি। এবার চলতি ২০২৪—২৫ অর্থবছরে প্রণোদনা বীজ ও সার ইউনিয়ন ভিত্তিক বিভাজন করা হয়েছে। আশা করি, আলমডাঙ্গা উপজেলায় খরিপ—২ মৌসুমে কৃষক ভাইয়েরা উৎপাদন বৃদ্ধি করবে।
উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন বলেন, ‘আমরা চলতি মৌসুমে, ভাংবাড়িয়া, হারদী, কুমারী, বাড়াদী, গাংনী, খাদিমপুর, জেহালা, বেলগাছি ইউনিয়নে ১৫০ জন কৃষককে বীজ ও সার প্রণোদনা দিয়েছি। প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।’
উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা এ জেড এম ওবাইদুল্লার উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবদুল্লাহিল কাফি, উপজেলা প্রকৌশলী তাওহিদ, উপজেলা মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আঁখি, বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন, নির্বাচন অফিসার মশিউর রহমান, ইন্সট্রাক্টর জামাল হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ শাহরিয়ার আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, সাংবাদিক জামসিদুল হক মুনি, তানভীর সোহেল, শরিফুল ইসলাম ও গোলাম সরোয়ার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আপলোড টাইম : ১২:৩৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৪—২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে মাসকলাই আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।
প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। তিনি বলেন, প্রতি বছরের ন্যায় আমরা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির মাধ্যমে খরিপ—২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করে থাকি। এবার চলতি ২০২৪—২৫ অর্থবছরে প্রণোদনা বীজ ও সার ইউনিয়ন ভিত্তিক বিভাজন করা হয়েছে। আশা করি, আলমডাঙ্গা উপজেলায় খরিপ—২ মৌসুমে কৃষক ভাইয়েরা উৎপাদন বৃদ্ধি করবে।
উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন বলেন, ‘আমরা চলতি মৌসুমে, ভাংবাড়িয়া, হারদী, কুমারী, বাড়াদী, গাংনী, খাদিমপুর, জেহালা, বেলগাছি ইউনিয়নে ১৫০ জন কৃষককে বীজ ও সার প্রণোদনা দিয়েছি। প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।’
উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা এ জেড এম ওবাইদুল্লার উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবদুল্লাহিল কাফি, উপজেলা প্রকৌশলী তাওহিদ, উপজেলা মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আঁখি, বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন, নির্বাচন অফিসার মশিউর রহমান, ইন্সট্রাক্টর জামাল হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ শাহরিয়ার আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, সাংবাদিক জামসিদুল হক মুনি, তানভীর সোহেল, শরিফুল ইসলাম ও গোলাম সরোয়ার।