ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ভ্যানচালক হত্যা মামলার রায়, ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:৪৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • / ১১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের ভ্যানচালক রেজাউল শেখ হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার বিকেলে এ দণ্ডাদেশ দেন দায়রা জজ আদালতের বিচারক এস এম সাইফুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১০ জানুয়ারি জেলা শহরের মুরারিদহ গ্রামের ভ্যানচালক রেজাউল শেখ রাতে ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন না। পরদিন সকালে ঝিনাইদহ ক্যাডেট কলেজের পেছনে রেজাউলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে ১২ ফেব্রুয়ারি তার স্ত্রী আনজিরা খাতুন বাদী হয়ে সদর থানায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ২৫ ডিসেম্বর পুলিশ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রনজিত বিশ্বাস, আকতার হোসেন, মঞ্জুর আলম ও বসির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। দণ্ডিত আসামি রনজিত বিশ্বাস পলাতক রয়েছেন। দণ্ডিত আসামিদের বাড়ি শহরের আরাপপুরে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে ভ্যানচালক হত্যা মামলার রায়, ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপলোড টাইম : ০৮:৪৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের ভ্যানচালক রেজাউল শেখ হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার বিকেলে এ দণ্ডাদেশ দেন দায়রা জজ আদালতের বিচারক এস এম সাইফুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১০ জানুয়ারি জেলা শহরের মুরারিদহ গ্রামের ভ্যানচালক রেজাউল শেখ রাতে ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন না। পরদিন সকালে ঝিনাইদহ ক্যাডেট কলেজের পেছনে রেজাউলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে ১২ ফেব্রুয়ারি তার স্ত্রী আনজিরা খাতুন বাদী হয়ে সদর থানায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ২৫ ডিসেম্বর পুলিশ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রনজিত বিশ্বাস, আকতার হোসেন, মঞ্জুর আলম ও বসির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। দণ্ডিত আসামি রনজিত বিশ্বাস পলাতক রয়েছেন। দণ্ডিত আসামিদের বাড়ি শহরের আরাপপুরে।