ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৮:১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক সার ব্যবসায়ী এবং একটি ক্লিনিককে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অসিষ কুমার বসু এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, একজন সারের ডিলার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছিলেন। এ অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ডিলারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত দামে বিক্রিত অর্থ ক্রেতাকে ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়। অভিযানের সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.জেড.এম ওবাইদুল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়াও, সহকারী কমিশনার (ভূমি) আলমডাঙ্গা পৌর এলাকায় লাইসেন্সবিহীন ও নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালান। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তারের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ক্লিনিকে অস্বাস্থ্যকর বর্জ্য ব্যবস্থাপনা, অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় সামগ্রীর অভাব, রোগীর চিকিৎসা খরচের রশিদ সরবরাহ না করা, এবং ডাক্তারের তথ্য সংরক্ষণের অভাবসহ বিভিন্ন ত্রুটি পরিলক্ষিত হয়। ক্লিনিকের মালিক ত্রুটিগুলি আগামী এক মাসের মধ্যে সমাধানের অঙ্গীকার করে একটি লিখিত প্রতিশ্রুতি প্রদান করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় ক্লিনিক মালিককে চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা ২০০৮ এর ১১ বিধি অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) অসিষ কুমার বসু জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড টাইম : ০৮:১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

আলমডাঙ্গা পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক সার ব্যবসায়ী এবং একটি ক্লিনিককে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অসিষ কুমার বসু এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, একজন সারের ডিলার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছিলেন। এ অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ডিলারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত দামে বিক্রিত অর্থ ক্রেতাকে ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়। অভিযানের সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.জেড.এম ওবাইদুল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়াও, সহকারী কমিশনার (ভূমি) আলমডাঙ্গা পৌর এলাকায় লাইসেন্সবিহীন ও নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালান। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তারের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ক্লিনিকে অস্বাস্থ্যকর বর্জ্য ব্যবস্থাপনা, অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় সামগ্রীর অভাব, রোগীর চিকিৎসা খরচের রশিদ সরবরাহ না করা, এবং ডাক্তারের তথ্য সংরক্ষণের অভাবসহ বিভিন্ন ত্রুটি পরিলক্ষিত হয়। ক্লিনিকের মালিক ত্রুটিগুলি আগামী এক মাসের মধ্যে সমাধানের অঙ্গীকার করে একটি লিখিত প্রতিশ্রুতি প্রদান করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় ক্লিনিক মালিককে চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা ২০০৮ এর ১১ বিধি অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) অসিষ কুমার বসু জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।