ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে সাংবাদিক আবু সায়েম হত্যা

বিচার চেয়ে ছেলেদের মানববন্ধন

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ০১:৫২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • / ১১ বার পড়া হয়েছে

দৈনিক সমকাল পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবু সায়েম হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে তার দুই ছেলেসহ শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জীবননগর বাসস্ট্যান্ডে নিহত সাংবাদিক আবু সায়েমের সন্তান ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে নিহত সাংবাদিক আবু সায়েমের বড় ছেলে আবু যোবায়ের রুদ্র বলে, ‘আমার বাবা একজন কলম সৈনিক ছিল। তাকে হত্যা করা হয়েছে। আমরা সঠিক বিচার পাইনি। হত্যাকারী গ্রেপ্তার হলেও কয়েকদিন পর আবার সে জামিনে বের হয়ে আসে। আমার বাবাকে কেন হত্যা করা হলো, কার নির্দেশে হত্যা করা হলো, পুলিশ এখন পর্যন্ত তার কোনো সঠিক তথ্য দিতে পারেনি। আমি আমার বাবার হত্যার কারণ জানতে চাই এবং কার নির্দেশে হত্যা করা হয়েছে, তার সঠিক তদন্ত চাই। যারা আমার বাবাকে হত্যা করেছে, তাদের বিচার চাই।’
মানববন্ধনের সাংবাদিক আবু সায়েমের ছেলে ৯ম শ্রেণির শিক্ষার্থী আবু যোবায়ের রুদ্র ও ৭ম শ্রেণির শিক্ষার্থী আবু জাকারিয়া রওনক ছাড়া আরও বক্তব্য দেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, দৈনিক জীবননগর বার্তার সম্পাদক সামসুল আলম, জীবননগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিমন, নাহিদ, হাসানুজ্জামান, এমআই মুকুল প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন চাষী রমজান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে সাংবাদিক আবু সায়েম হত্যা

বিচার চেয়ে ছেলেদের মানববন্ধন

আপলোড টাইম : ০১:৫২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

দৈনিক সমকাল পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবু সায়েম হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে তার দুই ছেলেসহ শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জীবননগর বাসস্ট্যান্ডে নিহত সাংবাদিক আবু সায়েমের সন্তান ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে নিহত সাংবাদিক আবু সায়েমের বড় ছেলে আবু যোবায়ের রুদ্র বলে, ‘আমার বাবা একজন কলম সৈনিক ছিল। তাকে হত্যা করা হয়েছে। আমরা সঠিক বিচার পাইনি। হত্যাকারী গ্রেপ্তার হলেও কয়েকদিন পর আবার সে জামিনে বের হয়ে আসে। আমার বাবাকে কেন হত্যা করা হলো, কার নির্দেশে হত্যা করা হলো, পুলিশ এখন পর্যন্ত তার কোনো সঠিক তথ্য দিতে পারেনি। আমি আমার বাবার হত্যার কারণ জানতে চাই এবং কার নির্দেশে হত্যা করা হয়েছে, তার সঠিক তদন্ত চাই। যারা আমার বাবাকে হত্যা করেছে, তাদের বিচার চাই।’
মানববন্ধনের সাংবাদিক আবু সায়েমের ছেলে ৯ম শ্রেণির শিক্ষার্থী আবু যোবায়ের রুদ্র ও ৭ম শ্রেণির শিক্ষার্থী আবু জাকারিয়া রওনক ছাড়া আরও বক্তব্য দেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, দৈনিক জীবননগর বার্তার সম্পাদক সামসুল আলম, জীবননগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিমন, নাহিদ, হাসানুজ্জামান, এমআই মুকুল প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন চাষী রমজান।