ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাংনী অফিস:
  • আপলোড টাইম : ১০:৪৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • / ১৬ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার বিটিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনামুল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে সমাবেশ করে তারা।

শিক্ষার্থীরা অভিযোগ তোলেন, প্রধান শিক্ষক ইনামুল হক দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্রীদের ব্যক্তিগত অভিযোগও রয়েছে। শিক্ষার্থীরা বলেন, এমন ব্যক্তি প্রধান শিক্ষক থাকলে সেই বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নিরাপদ নয়। অনতিবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। এদিকে, গেল দিন এ আন্দোলন চলমান থাকায় বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন প্রধান শিক্ষক এনামুল হক।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ে যাচ্ছেন না। তাছাড়া দুর্নীতির অভিযোগের তদন্তের পর তার এমপিও স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তবে প্রধান শিক্ষকের পদে কে থাকবে তা অধিদপ্তর থেকে কিছুই বলা হয়নি। এ বিষয়ে সব শিক্ষকদের নিয়ে বৈঠক করা হয়েছে। অধিদপ্তরের সিদ্ধান্তের পর প্রধান শিক্ষকের পদ নিয়ে সিদ্ধান্ত হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপলোড টাইম : ১০:৪৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

মেহেরপুরের গাংনী উপজেলার বিটিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনামুল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে সমাবেশ করে তারা।

শিক্ষার্থীরা অভিযোগ তোলেন, প্রধান শিক্ষক ইনামুল হক দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্রীদের ব্যক্তিগত অভিযোগও রয়েছে। শিক্ষার্থীরা বলেন, এমন ব্যক্তি প্রধান শিক্ষক থাকলে সেই বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নিরাপদ নয়। অনতিবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। এদিকে, গেল দিন এ আন্দোলন চলমান থাকায় বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন প্রধান শিক্ষক এনামুল হক।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ে যাচ্ছেন না। তাছাড়া দুর্নীতির অভিযোগের তদন্তের পর তার এমপিও স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তবে প্রধান শিক্ষকের পদে কে থাকবে তা অধিদপ্তর থেকে কিছুই বলা হয়নি। এ বিষয়ে সব শিক্ষকদের নিয়ে বৈঠক করা হয়েছে। অধিদপ্তরের সিদ্ধান্তের পর প্রধান শিক্ষকের পদ নিয়ে সিদ্ধান্ত হবে।