ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার বেলগাছী ও কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের গণসমাবেশ

জামায়াত সমাজ ও সমাজের মানুষের উন্নয়নে কাজ করে

আলমডাঙ্গা অফিস/ভ্রাম্যমাণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:১৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / ১০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বেলগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বেলগাছী বাজারে ঐক্য সমাবেশ ও কালিদাসপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে কালিদাসপুর রেলগেটে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বেলগাছী ইউনিয়ন জামায়াতের আমির আমান উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ দেশের অবৈধ স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের আলেম-ওলামাদের নির্বিচারে হত্যা করেছে। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তার চরিত্রের মাধ্যমে আমরা আজ বুঝতে পেরেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে বাকশাল কায়েম করতে চেয়েছিল। যেদিন সে নিহত হয় কেউ কাঁদেনি। তিনি আরও বলেন, যারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে চেয়েছিল। তারা আজ নিজেরাই নিষিদ্ধ, দেশ থেকে পালিয়ে গিয়েছে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম একটি সুশৃঙ্খল দল। জামায়াত সমাজ ও সমাজের মানুষের উন্নয়নে কাজ করে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মামুন রেজা, উপজেলা নায়েবে আমির সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী মাস্টার, উপজেলা তারবিয়াত সেক্রেটারী বিল্লাল হোসাইন, উপজেলা শ্রমিক বিভাগের সভাপতি রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শওকত আলীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির ফজলুল হক, ডাউকি ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির সাজিবুর রহমান, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীব, বেলগাছী ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক আব্দুর জব্বার, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি হেলাল উদ্দিন, সেক্রেটারি রফিক আহমেদ, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ সোহাগ, শ্রমিক কল্যাণ সেক্রেটারি আশরাফুল আলম, রুহুল আমীন মাস্টার, হাফেজ আতিকুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল নেতা-কর্মীরা। সমাবেশ শেষে সার্বিক পরিস্থিতির উন্নয়ন ও শহীদদের জন্য দোয়া করা হয়।

এদিকে, আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণসমাবেশে ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির আশাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, সহকারী সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল ও তারবিয়াত সেক্রেটারি বিল্লাল হোসাইন।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেনের উপস্থাপনায় সমাবেশে উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন জামায়াতের আমির শফিউজ্জামান মিঠু, ডাউকি ইউনিয়ন জামায়াতের আমির সজিবুর রহমান, হারদী জামায়াতের সহকারী সেক্রেটারি শাজাহান আলী, হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক বেলাল হোসাইনসহ ইউনিয়ন জামায়াত ইসলামী ও সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার বেলগাছী ও কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের গণসমাবেশ

জামায়াত সমাজ ও সমাজের মানুষের উন্নয়নে কাজ করে

আপলোড টাইম : ০৯:১৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বেলগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বেলগাছী বাজারে ঐক্য সমাবেশ ও কালিদাসপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে কালিদাসপুর রেলগেটে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বেলগাছী ইউনিয়ন জামায়াতের আমির আমান উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ দেশের অবৈধ স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের আলেম-ওলামাদের নির্বিচারে হত্যা করেছে। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তার চরিত্রের মাধ্যমে আমরা আজ বুঝতে পেরেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে বাকশাল কায়েম করতে চেয়েছিল। যেদিন সে নিহত হয় কেউ কাঁদেনি। তিনি আরও বলেন, যারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে চেয়েছিল। তারা আজ নিজেরাই নিষিদ্ধ, দেশ থেকে পালিয়ে গিয়েছে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম একটি সুশৃঙ্খল দল। জামায়াত সমাজ ও সমাজের মানুষের উন্নয়নে কাজ করে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মামুন রেজা, উপজেলা নায়েবে আমির সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী মাস্টার, উপজেলা তারবিয়াত সেক্রেটারী বিল্লাল হোসাইন, উপজেলা শ্রমিক বিভাগের সভাপতি রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শওকত আলীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির ফজলুল হক, ডাউকি ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির সাজিবুর রহমান, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীব, বেলগাছী ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক আব্দুর জব্বার, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি হেলাল উদ্দিন, সেক্রেটারি রফিক আহমেদ, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ সোহাগ, শ্রমিক কল্যাণ সেক্রেটারি আশরাফুল আলম, রুহুল আমীন মাস্টার, হাফেজ আতিকুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল নেতা-কর্মীরা। সমাবেশ শেষে সার্বিক পরিস্থিতির উন্নয়ন ও শহীদদের জন্য দোয়া করা হয়।

এদিকে, আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণসমাবেশে ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির আশাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, সহকারী সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল ও তারবিয়াত সেক্রেটারি বিল্লাল হোসাইন।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেনের উপস্থাপনায় সমাবেশে উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন জামায়াতের আমির শফিউজ্জামান মিঠু, ডাউকি ইউনিয়ন জামায়াতের আমির সজিবুর রহমান, হারদী জামায়াতের সহকারী সেক্রেটারি শাজাহান আলী, হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক বেলাল হোসাইনসহ ইউনিয়ন জামায়াত ইসলামী ও সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ।