ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে আ.লীগের সাধারণ সম্পাদক মমিনুল হকসহ ৫১ জনের নামে মামলা

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ০৯:০০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / ৯ বার পড়া হয়েছে

মেহেরপুরে বিএনপি কর্মী মো. আশরাফুজ্জামানের বাড়িতে হামলা, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলামসহ ৫১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ শারমিন নাহারের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলা আমলে নিয়ে সদর থানার ওসিকে এফআইআরভুক্ত করার নির্দেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন- স্থানীয় আওয়ামী লীগ কর্মী জেলহার হোসেন, কাওছার আলী, মিলন শেখ, ওমর আলী, মামুন শেখ, সিরাজ মিয়া, হিয়া শেখ, শফিকুল ইসলাম, ইন্তু মিয়া, রিণ্টু মিয়া, মামুন কারিকর, শামিম রেজা, আবু রাসে প্রমুখ।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১৯ ডিসেম্বরে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাতে হঠাৎ বাড়িতে আক্রমণ করেন। বাড়ির পিছনের দরজা দিয়ে আমি, আমার স্ত্রী সন্তান, বাবা মাকে নিয়ে এলাকা ছেড়ে চলে যায়। এসময় তারা বাড়িতে লোহার ফটকটি ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে আসবাবপত্র সব নিয়ে যায়। ঘরের দরজা-জানালার লোহার গ্রিল ভেঙে নিয়ে যায়। আলমারি ভেঙে নগদ টাকাসহ মূল্যবান স্বর্ণের গহনা নিয়ে যায়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে থানা এ ব্যাপারে কোনো মামলা নেয়নি। দীর্ঘদিন থেকে তারা নানা অজুহাতে হয়রানি, মামলা করে আসছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নিজের বাড়িতে অবস্থান করা সম্ভব হয়নি। এমনকি বাড়ির গরু ছাগল, হাস মুরগিও ছাড় পাইনি। যাওয়ার সময় লেপ তোশক, আসবাব পত্র, পোশাক আশাকে আগুন দিয়ে পুড়িয়ে দেই।

মামলার বাদী পক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, আদালত মামলা আমলে নিয়ে সদর থানার ওসিকে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে আ.লীগের সাধারণ সম্পাদক মমিনুল হকসহ ৫১ জনের নামে মামলা

আপলোড টাইম : ০৯:০০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

মেহেরপুরে বিএনপি কর্মী মো. আশরাফুজ্জামানের বাড়িতে হামলা, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলামসহ ৫১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ শারমিন নাহারের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলা আমলে নিয়ে সদর থানার ওসিকে এফআইআরভুক্ত করার নির্দেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন- স্থানীয় আওয়ামী লীগ কর্মী জেলহার হোসেন, কাওছার আলী, মিলন শেখ, ওমর আলী, মামুন শেখ, সিরাজ মিয়া, হিয়া শেখ, শফিকুল ইসলাম, ইন্তু মিয়া, রিণ্টু মিয়া, মামুন কারিকর, শামিম রেজা, আবু রাসে প্রমুখ।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১৯ ডিসেম্বরে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাতে হঠাৎ বাড়িতে আক্রমণ করেন। বাড়ির পিছনের দরজা দিয়ে আমি, আমার স্ত্রী সন্তান, বাবা মাকে নিয়ে এলাকা ছেড়ে চলে যায়। এসময় তারা বাড়িতে লোহার ফটকটি ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে আসবাবপত্র সব নিয়ে যায়। ঘরের দরজা-জানালার লোহার গ্রিল ভেঙে নিয়ে যায়। আলমারি ভেঙে নগদ টাকাসহ মূল্যবান স্বর্ণের গহনা নিয়ে যায়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে থানা এ ব্যাপারে কোনো মামলা নেয়নি। দীর্ঘদিন থেকে তারা নানা অজুহাতে হয়রানি, মামলা করে আসছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নিজের বাড়িতে অবস্থান করা সম্ভব হয়নি। এমনকি বাড়ির গরু ছাগল, হাস মুরগিও ছাড় পাইনি। যাওয়ার সময় লেপ তোশক, আসবাব পত্র, পোশাক আশাকে আগুন দিয়ে পুড়িয়ে দেই।

মামলার বাদী পক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, আদালত মামলা আমলে নিয়ে সদর থানার ওসিকে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।