ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বন্যার্তদের পাশে দাঁড়াতে চুয়াডাঙ্গায় পথ কনসার্ট

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৫২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / ১৩ বার পড়া হয়েছে

বন্যার্তদের পাশে দাঁড়াতে সারাদেশে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান একত্রে কাজ করছে। সংকটময় পরিস্থিতি মোকাবিলায় তারা ত্রাণ সংগ্রহ, বিতরণ ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ইতিমধ্যে বিশেষ ভূমিকা পালন করতে দেখা গেছে। তারা স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী, চাকরিজীবী এবং সাধারণ জনগণের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করছেন। শিক্ষার্থীদের এই উদ্যোগে অনেকেই সাড়া দিয়েছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে খাদ্য, বস্ত্রসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করছেন। তাছাড়া আর্থিক সহায়তাও করছেন যে যার সাধ্যমতো।

এদিকে, বন্যার্তদের পাশে দাঁড়াতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা জেলার সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। তাদের উদ্যোগে বন্যার্তদের পাশে দাঁড়াতে চুয়াডাঙ্গায় পথ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ‘দেশ ভাসছে বন্যায় নীরব থাকা অন্যায়’ স্লোগানে গতকাল মঙ্গলবার দিনব্যাপী বড় বাজার শহীদ হাসান চত্বরে জেলার সাংস্কৃতিক কর্মীবৃন্দ ব্যানারে এ পথ কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টে জেলার বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র ও অঙ্গনের শিল্পীরা গান পরিবেশন করেন। এসময় তাদের সামনে রাখা ছোট ছোট বাক্সে বন্যার্তদের জন্য যে যার সাধ্যমতো অনুদান প্রদান করেন। দিনব্যাপী চলা এ কনসার্ট শেষ হয় সন্ধ্যায়।

বন্যার্তদের পাশে দাঁড়াতে শিল্পীদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সব মহলে। শিশু থেকে বৃদ্ধ সারাদিনে যে যখন মঞ্চের সামনে এসেছে, বাড়িয়েছে সহযোগিতার হাত। কনসার্টে শিল্পী ছাড়াও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন অনেকে। যারা সারাদিন শিল্পীদের নির্বিঘ্নে গান পরিবেশনে সহযোগিতার পাশাপাশি সংগ্রহ করেছেন অনুদান। সাধ্য অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন যে যার মতো করে। কেউ ১০ টাকা, কেউ ১০০ টাকা, কেউবা তারও অধিক অনুদান প্রদান করেছেন বন্যার্তদের জন্য সাহায্য বাক্সে। অনুষ্ঠান শেষে বন্যার্তদের জন্য মোট ৪৯ হাজার ৩৬৫ টাকা সংগ্রহ হয়েছে।

পথ কনসার্টে গান পরিবেশনকারী শিল্পীদের মধ্যে শাওন কুমার রায় বলেন, ‘মানুষ হিসেবে মানুুষের পাশে দাঁড়ানোই আমাদের ধর্ম। আমার দেশের মানুষ দুর্যোগে না খেয়ে মরবে, তা হতে পারে না। আজ সারা দেশের মানুষ বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে। ঘরে বসে থাকা আমাদের সাজে না। শিল্পী আমরা, তাই মানুষকে গান শুনিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা করেছি।’
শিল্পীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল শ্রেণি-পেশার মানুষ। তারাও সাধ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানো চেষ্টা করেন। তাদের মধ্যে অনেকে বিভিন্ন মতামত জানান প্রতিবেদককে। গণমাধ্যমকর্মী ফেরদৌস ওয়াহিদ বলেন, সময় মানুষকে স্বার্থপর করলেও আমাদের মধ্যে মানবিকতা নষ্ট হয়ে যায়নি। সব শ্রেণি-পেশার মানুষ বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে, ভিক্ষুক থেকে দিনমজুর এমন অনেককে আমরা বন্যার্তদের জন্য অনুদান দিতে দেখেছি। তখন সত্যিই আমাদের গর্ব হয় এমন একটি দেশে আমরা বসবাস করি, যেখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে যেকোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে ঐক্যবদ্ধ। তিনি শিল্পীদের এই পথ কনসার্টকে সমাজের জন্য একটি উদাহরণ হিসেবে দেখেন। ফেরদৌস ওয়াহিদ বলেন, সংকটের মুহূর্তে এই শিল্পীরা মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিচ্ছে। তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে দেশের অন্যান্য অঞ্চলের মানুষের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বন্যার্তদের পাশে দাঁড়াতে চুয়াডাঙ্গায় পথ কনসার্ট

আপলোড টাইম : ০৮:৫২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

বন্যার্তদের পাশে দাঁড়াতে সারাদেশে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান একত্রে কাজ করছে। সংকটময় পরিস্থিতি মোকাবিলায় তারা ত্রাণ সংগ্রহ, বিতরণ ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ইতিমধ্যে বিশেষ ভূমিকা পালন করতে দেখা গেছে। তারা স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী, চাকরিজীবী এবং সাধারণ জনগণের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করছেন। শিক্ষার্থীদের এই উদ্যোগে অনেকেই সাড়া দিয়েছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে খাদ্য, বস্ত্রসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করছেন। তাছাড়া আর্থিক সহায়তাও করছেন যে যার সাধ্যমতো।

এদিকে, বন্যার্তদের পাশে দাঁড়াতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা জেলার সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। তাদের উদ্যোগে বন্যার্তদের পাশে দাঁড়াতে চুয়াডাঙ্গায় পথ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ‘দেশ ভাসছে বন্যায় নীরব থাকা অন্যায়’ স্লোগানে গতকাল মঙ্গলবার দিনব্যাপী বড় বাজার শহীদ হাসান চত্বরে জেলার সাংস্কৃতিক কর্মীবৃন্দ ব্যানারে এ পথ কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টে জেলার বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র ও অঙ্গনের শিল্পীরা গান পরিবেশন করেন। এসময় তাদের সামনে রাখা ছোট ছোট বাক্সে বন্যার্তদের জন্য যে যার সাধ্যমতো অনুদান প্রদান করেন। দিনব্যাপী চলা এ কনসার্ট শেষ হয় সন্ধ্যায়।

বন্যার্তদের পাশে দাঁড়াতে শিল্পীদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সব মহলে। শিশু থেকে বৃদ্ধ সারাদিনে যে যখন মঞ্চের সামনে এসেছে, বাড়িয়েছে সহযোগিতার হাত। কনসার্টে শিল্পী ছাড়াও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন অনেকে। যারা সারাদিন শিল্পীদের নির্বিঘ্নে গান পরিবেশনে সহযোগিতার পাশাপাশি সংগ্রহ করেছেন অনুদান। সাধ্য অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন যে যার মতো করে। কেউ ১০ টাকা, কেউ ১০০ টাকা, কেউবা তারও অধিক অনুদান প্রদান করেছেন বন্যার্তদের জন্য সাহায্য বাক্সে। অনুষ্ঠান শেষে বন্যার্তদের জন্য মোট ৪৯ হাজার ৩৬৫ টাকা সংগ্রহ হয়েছে।

পথ কনসার্টে গান পরিবেশনকারী শিল্পীদের মধ্যে শাওন কুমার রায় বলেন, ‘মানুষ হিসেবে মানুুষের পাশে দাঁড়ানোই আমাদের ধর্ম। আমার দেশের মানুষ দুর্যোগে না খেয়ে মরবে, তা হতে পারে না। আজ সারা দেশের মানুষ বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে। ঘরে বসে থাকা আমাদের সাজে না। শিল্পী আমরা, তাই মানুষকে গান শুনিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা করেছি।’
শিল্পীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল শ্রেণি-পেশার মানুষ। তারাও সাধ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানো চেষ্টা করেন। তাদের মধ্যে অনেকে বিভিন্ন মতামত জানান প্রতিবেদককে। গণমাধ্যমকর্মী ফেরদৌস ওয়াহিদ বলেন, সময় মানুষকে স্বার্থপর করলেও আমাদের মধ্যে মানবিকতা নষ্ট হয়ে যায়নি। সব শ্রেণি-পেশার মানুষ বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে, ভিক্ষুক থেকে দিনমজুর এমন অনেককে আমরা বন্যার্তদের জন্য অনুদান দিতে দেখেছি। তখন সত্যিই আমাদের গর্ব হয় এমন একটি দেশে আমরা বসবাস করি, যেখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে যেকোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে ঐক্যবদ্ধ। তিনি শিল্পীদের এই পথ কনসার্টকে সমাজের জন্য একটি উদাহরণ হিসেবে দেখেন। ফেরদৌস ওয়াহিদ বলেন, সংকটের মুহূর্তে এই শিল্পীরা মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিচ্ছে। তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে দেশের অন্যান্য অঞ্চলের মানুষের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।