ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় সড়কে গাছ ফেলে গণছিনতাই

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৩:২৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • / ১২ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার রঘুনাথপুরে সড়কে গাছ ফেলে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের রঘুনাথপুর গোল্ডেন ব্রিকস ইটভাটার নিকট এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীদের একটি দল ১৫-২০ জন পথচারীকে জিম্মি করে তাদের নিকট থেকে নগদ টাকা ও বাইসাইকেলসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

প্রত্যাক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, রঘুনাথপুর গ্রাম থেকে লোকনাথপুর যাওয়ার পথে গোল্ডেন ব্রিকস ইটভাটার নিকট রাস্তায় একটি মেহগনি গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ছিনাতাইকারীদের একটি চক্র। তারা পথচারীদের দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এবং এসব অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মিদের নিকটে থাকা নগদ টাকা, বাইসাইকেলসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীদের মধ্যে লিয়াকত আলীর ছেলে মিলন জানান, তার নিকট থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা, মুজিবনগরের দুজনের নিকট থেকে ৪ হাজার টাকা, একটি বাইসাইকেল ও রঘুনাথপুর গ্রামের আরও ৭-৮ জনেকে লুট করা হয়। পরে কিছু সময়ের মধ্যে সেখানে জড় হওয়া মানুষের সংখ্যা বাড়তে থাকলে তারা কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, এ ধরনের একটি ঘটনা সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় সড়কে গাছ ফেলে গণছিনতাই

আপলোড টাইম : ০৩:২৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

দামুড়হুদা উপজেলার রঘুনাথপুরে সড়কে গাছ ফেলে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের রঘুনাথপুর গোল্ডেন ব্রিকস ইটভাটার নিকট এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীদের একটি দল ১৫-২০ জন পথচারীকে জিম্মি করে তাদের নিকট থেকে নগদ টাকা ও বাইসাইকেলসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

প্রত্যাক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, রঘুনাথপুর গ্রাম থেকে লোকনাথপুর যাওয়ার পথে গোল্ডেন ব্রিকস ইটভাটার নিকট রাস্তায় একটি মেহগনি গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ছিনাতাইকারীদের একটি চক্র। তারা পথচারীদের দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এবং এসব অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মিদের নিকটে থাকা নগদ টাকা, বাইসাইকেলসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীদের মধ্যে লিয়াকত আলীর ছেলে মিলন জানান, তার নিকট থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা, মুজিবনগরের দুজনের নিকট থেকে ৪ হাজার টাকা, একটি বাইসাইকেল ও রঘুনাথপুর গ্রামের আরও ৭-৮ জনেকে লুট করা হয়। পরে কিছু সময়ের মধ্যে সেখানে জড় হওয়া মানুষের সংখ্যা বাড়তে থাকলে তারা কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, এ ধরনের একটি ঘটনা সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।