ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে ভৈরব নদীর পাড়ে মিলল কামানের গোলা

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ১১:৫৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • / ১১ বার পড়া হয়েছে

মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রাম দিয়ে প্রবাহিত ভৈরব নদী পাড় কাটার সময় কামানের পরিত্যাক্ত গোলা পাওয়া গেছে। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে নদীতে নামা-ওঠার জন্য পথ তৈরির সময় গ্রামের সইনুদ্দিনের ছেলে মজনু মিয়া (৩৫) গোলাটি উদ্ধার করেন। তিনি গোলাটি সেখান থেকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে রাখেন। খবর পেয়ে বেলা ১১টাার দিকে সদর থানা পুলিশ ও দায়িত্বরত সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোলাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। তারা ধারণা করেন মুক্তিযুদ্ধের সময় থেকে গোলাটি মাটির নিচে পরিত্যাক্ত অবস্থায় থাকতে পারে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, গোলাটি নিষ্ক্রিয় করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বোমাটি নিষ্ক্রিয় করার বিষয়ে বোমা ডিস্পোজাল ইউনিটকে জানানো হয়েছে। আদালতের নির্দেশ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এদিকে, পুলিশ সদস্যরা স্থানটির তদারকি করলেও স্থানীয়রা খবর পেয়ে গোলাটি দেখতে আশপাশে ভিড় করছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে ভৈরব নদীর পাড়ে মিলল কামানের গোলা

আপলোড টাইম : ১১:৫৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রাম দিয়ে প্রবাহিত ভৈরব নদী পাড় কাটার সময় কামানের পরিত্যাক্ত গোলা পাওয়া গেছে। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে নদীতে নামা-ওঠার জন্য পথ তৈরির সময় গ্রামের সইনুদ্দিনের ছেলে মজনু মিয়া (৩৫) গোলাটি উদ্ধার করেন। তিনি গোলাটি সেখান থেকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে রাখেন। খবর পেয়ে বেলা ১১টাার দিকে সদর থানা পুলিশ ও দায়িত্বরত সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোলাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। তারা ধারণা করেন মুক্তিযুদ্ধের সময় থেকে গোলাটি মাটির নিচে পরিত্যাক্ত অবস্থায় থাকতে পারে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, গোলাটি নিষ্ক্রিয় করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বোমাটি নিষ্ক্রিয় করার বিষয়ে বোমা ডিস্পোজাল ইউনিটকে জানানো হয়েছে। আদালতের নির্দেশ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এদিকে, পুলিশ সদস্যরা স্থানটির তদারকি করলেও স্থানীয়রা খবর পেয়ে গোলাটি দেখতে আশপাশে ভিড় করছেন।