ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে যুব সমাবেশ ও আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদক, মুজিবনগর:
  • আপলোড টাইম : ১১:৫৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • / ১০ বার পড়া হয়েছে

মেহেরপুরের মুজিবনগরে যুবকদের নিয়ে যুব সমাবেশ ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় মুজিবনগর পর্যটন মোটেলে যুবকদের নিয়ে যুব সমাবেশ ও সামাজিক উন্নয়ন, দুর্নীতি মুক্ত সমাজ গড়া, মাদক সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যুব সমাজের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সমাবেশে ইমরান মহলদারের সঞ্চালনায় বক্তব্য দেন মুজিবনগর যুব সংঘের আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান (ভিকু) ও সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বক্তব্য দেন আবির হোসেন, মেহেদী হাসান, মাসুদ রানা, আব্দুস সালাম, বায়েজিদ, আলমগীর হোসেন, তারিকুল ইসলাম, ইমরান হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এই কমিটি আজ থেকে মুজিবনগরের সকল সামাজিক কাজে নিয়োজিত থাকবে। অসহায় দারিদ্র শ্রেণির মানুষের পাশে দাঁড়াবে। যুবসমাজ মাদকে যাতে লিপ্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখবে এবং মাদক সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এটাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য। সমাবেশ শেষে ওমর ফারুককে আহ্বায়ক ও হাবিবুর রহমানকে (ভিকু) যুগ্ম আহ্বায়ক এবং জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। যুব সমাবেশে সিরাজুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগরে যুব সমাবেশ ও আহ্বায়ক কমিটি গঠন

আপলোড টাইম : ১১:৫৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

মেহেরপুরের মুজিবনগরে যুবকদের নিয়ে যুব সমাবেশ ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় মুজিবনগর পর্যটন মোটেলে যুবকদের নিয়ে যুব সমাবেশ ও সামাজিক উন্নয়ন, দুর্নীতি মুক্ত সমাজ গড়া, মাদক সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যুব সমাজের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সমাবেশে ইমরান মহলদারের সঞ্চালনায় বক্তব্য দেন মুজিবনগর যুব সংঘের আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান (ভিকু) ও সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বক্তব্য দেন আবির হোসেন, মেহেদী হাসান, মাসুদ রানা, আব্দুস সালাম, বায়েজিদ, আলমগীর হোসেন, তারিকুল ইসলাম, ইমরান হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এই কমিটি আজ থেকে মুজিবনগরের সকল সামাজিক কাজে নিয়োজিত থাকবে। অসহায় দারিদ্র শ্রেণির মানুষের পাশে দাঁড়াবে। যুবসমাজ মাদকে যাতে লিপ্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখবে এবং মাদক সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এটাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য। সমাবেশ শেষে ওমর ফারুককে আহ্বায়ক ও হাবিবুর রহমানকে (ভিকু) যুগ্ম আহ্বায়ক এবং জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। যুব সমাবেশে সিরাজুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন।