ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক পৌর মেয়রসহ ২৮ জনের নামে মামলা

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ১১:৪৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • / ১৫ বার পড়া হয়েছে

মেহেরপুর পৌরসভার সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানসহ ২৮ জনের নামে মামলা করেছেন জেলা যুবদলের নেতা ইমন বিশ্বাস। গতকাল রোববার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা করেন। আদালতের বিচারক শারমিন নাহার মামলাটি আমলে নিয়ে মেহেরপুর সদর থানার ওসিকে এফআইআরের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ইমন বিশ্বাস তার নিজ ফেসবুক আইডি থেকে ‘দক্ষিণ এশিয়ার কুখ্যাত তিন নরঘাতক, মোদি, সুচি এবং হাসিনা। প্রথমজন গুজরাটের কসাই হিসেবে কুখ্যাত অর্জন করেছে, দ্বিতীয়জন আরাকানের ডাইনি হিসেবে কুখ্যাতি অর্জন করেছে আর তৃতীয়জন নিজ দেশে ৫০০ লোককে গুম করে শাপলা চত্বরে আলেমদের হত্যা করে লাশ গুম করেন মাঝে মাঝে বিরোধীদের গুম করবার কারণে গুমকুমারী হিসেবে কুখ্যাতি অর্জন করেছেন’ এমন একটি পোস্ট করেন। এর জের ধরে ওই রাতে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। পরে তাকে রাস্তায় পেয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে জখম করে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে চলে যায় তারা। অচেতন অবস্থায় পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে ইমন বিশ^াস সুস্থ হলে তাকে যুবলীগ নেতা মিজানুর রহমান বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলা দিলে পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করে।

এ ঘটনার ৭ বছর পর গতকাল সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সাবেক পৌর মেয়রসহ ২৮ জনের নামে মামলা

আপলোড টাইম : ১১:৪৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

মেহেরপুর পৌরসভার সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানসহ ২৮ জনের নামে মামলা করেছেন জেলা যুবদলের নেতা ইমন বিশ্বাস। গতকাল রোববার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা করেন। আদালতের বিচারক শারমিন নাহার মামলাটি আমলে নিয়ে মেহেরপুর সদর থানার ওসিকে এফআইআরের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ইমন বিশ্বাস তার নিজ ফেসবুক আইডি থেকে ‘দক্ষিণ এশিয়ার কুখ্যাত তিন নরঘাতক, মোদি, সুচি এবং হাসিনা। প্রথমজন গুজরাটের কসাই হিসেবে কুখ্যাত অর্জন করেছে, দ্বিতীয়জন আরাকানের ডাইনি হিসেবে কুখ্যাতি অর্জন করেছে আর তৃতীয়জন নিজ দেশে ৫০০ লোককে গুম করে শাপলা চত্বরে আলেমদের হত্যা করে লাশ গুম করেন মাঝে মাঝে বিরোধীদের গুম করবার কারণে গুমকুমারী হিসেবে কুখ্যাতি অর্জন করেছেন’ এমন একটি পোস্ট করেন। এর জের ধরে ওই রাতে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। পরে তাকে রাস্তায় পেয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে জখম করে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে চলে যায় তারা। অচেতন অবস্থায় পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে ইমন বিশ^াস সুস্থ হলে তাকে যুবলীগ নেতা মিজানুর রহমান বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলা দিলে পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করে।

এ ঘটনার ৭ বছর পর গতকাল সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।