ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গড়াইটুপিতে সমাবেশে জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন

আমার ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই

প্রতিবেদক, তিতুদহ:
  • আপলোড টাইম : ১১:১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • / ১০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে গড়াইটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গড়াইটুপি ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ ইউনূস আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির অ্যাড. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। সত্য কথা বললে নানা ধরনের অত্যাচার-নিপীড়নের শিকার হতো। সাবেক আওয়ামী লীগ সরকার অরাজকতা, স্বৈরাচার, মানব খুন, গুম হত্যাসহ ইসলামের বিরুদ্ধে অন্যায়মূলক কাজ করেছে। যা দেশের সকল ধর্ম, বর্ণ, নির্বিশেষে মানুষের জানা। কত মানুষ ঘরছাড়া, সংসার ছাড়া এমনকি জেলের অন্ধকারে জীবন অতিবাহিত করেছে সেটার হিসাব অজানা। এমনকি দেশে ইসলামের প্রচার করায় জীবন গিয়েছে অনেকের। তবে আল্লাহর রহমতে স্বৈরাচারের নিপীড়ন থেকে মানুষগুলোকে অত্যাচারের হাত থেকে বাঁচতে একঝাঁক প্রাণবন্ত শিক্ষার্থীদের আবাবিল পাখির রূপে পাঠিয়েছেন দেশকে স্বাধীন করতে। যার ফলশ্রুতিতে আজ আমরা মন খুলে কথা, অধিকার আদায়, ইসলামের দাওয়াত দিতে পারছি। পেয়েছি নতুন দেশ। শুধু পৃথিবীর জন্য আসেনি, আমাদের অবশ্যই ইসলামের পথে থেকে কাজ করে আখিরাতের জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য আমাদের আগামী প্রচেষ্টা থাকবে। আমার একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।
মশিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য আব্দুর রউফ, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাহাবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গড়াইটুপিতে সমাবেশে জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন

আমার ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই

আপলোড টাইম : ১১:১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে গড়াইটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গড়াইটুপি ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ ইউনূস আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির অ্যাড. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। সত্য কথা বললে নানা ধরনের অত্যাচার-নিপীড়নের শিকার হতো। সাবেক আওয়ামী লীগ সরকার অরাজকতা, স্বৈরাচার, মানব খুন, গুম হত্যাসহ ইসলামের বিরুদ্ধে অন্যায়মূলক কাজ করেছে। যা দেশের সকল ধর্ম, বর্ণ, নির্বিশেষে মানুষের জানা। কত মানুষ ঘরছাড়া, সংসার ছাড়া এমনকি জেলের অন্ধকারে জীবন অতিবাহিত করেছে সেটার হিসাব অজানা। এমনকি দেশে ইসলামের প্রচার করায় জীবন গিয়েছে অনেকের। তবে আল্লাহর রহমতে স্বৈরাচারের নিপীড়ন থেকে মানুষগুলোকে অত্যাচারের হাত থেকে বাঁচতে একঝাঁক প্রাণবন্ত শিক্ষার্থীদের আবাবিল পাখির রূপে পাঠিয়েছেন দেশকে স্বাধীন করতে। যার ফলশ্রুতিতে আজ আমরা মন খুলে কথা, অধিকার আদায়, ইসলামের দাওয়াত দিতে পারছি। পেয়েছি নতুন দেশ। শুধু পৃথিবীর জন্য আসেনি, আমাদের অবশ্যই ইসলামের পথে থেকে কাজ করে আখিরাতের জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য আমাদের আগামী প্রচেষ্টা থাকবে। আমার একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।
মশিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য আব্দুর রউফ, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাহাবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমুখ।