ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে পরিবেশ দূষণ রোধে মানববন্ধন

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ১০:৫৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • / ৩০ বার পড়া হয়েছে

জীবননগর পৌরসভার পুরাতন তেঁতুলিয়া পশুহাটের পরিবেশ দূষণ রোধে মানববন্ধন করেছে গ্রামবাসী। পশুহাট সংলগ্ন দত্তনগর সড়কের পাশের জায়গাটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। মানববন্ধনে অভিযোগ করা হয়েছে, জীবননগর পৌরসভার খামখেয়ালিপনা আর কিছু স্বার্থান্বেষী মানুষ ডাস্টবিন হিসেবে রাস্তার পাশের খালি জায়গাটি ময়লা ফেলে ভরাট করছে। এতে পরিবেশ হচ্ছে দূষিত।
সরেজমিন দেখা যায়, পৌর শহরের পুরাতন তেঁতুলিয়া পশুহাট সংলগ্ন সড়কের পাশে ময়লার ভাগাড়টির অবস্থান। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। তবে রাস্তার সঙ্গেই ময়লার ভাগাড়ের সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। রাস্তার পাশে রয়েছে কসাইখানা, আশ্রয়ন কেন্দ্র, আবাসিক এলাকা ও ব্যবসাপ্রতিষ্ঠান। রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা চলাচল করে। তাদের সব থেকে বেশি দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
এদিকে গতকাল শনিবার বিকেল পাঁচটায় তেঁতুলিয়া গ্রামবাসী ও ছাত্রসমাজের আয়োজনে পশুহাটের পরিবেশ দূষণ রোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ, রিফাত, রিংকু, আফ্রিদি, জয়, রিমন, মাফুজ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘পৌর কর্তৃপক্ষকে একাধিকবার গ্রামবাসীর পক্ষ থেকে ময়লার স্তূপ সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও কোনো প্রতিকার হয়নি। আমরা আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিতে চাই, এর মধ্যে যদি ময়লা অপসারণ না করা হয়, তাহলে গ্রামবাসীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে পরিবেশ দূষণ রোধে মানববন্ধন

আপলোড টাইম : ১০:৫৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

জীবননগর পৌরসভার পুরাতন তেঁতুলিয়া পশুহাটের পরিবেশ দূষণ রোধে মানববন্ধন করেছে গ্রামবাসী। পশুহাট সংলগ্ন দত্তনগর সড়কের পাশের জায়গাটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। মানববন্ধনে অভিযোগ করা হয়েছে, জীবননগর পৌরসভার খামখেয়ালিপনা আর কিছু স্বার্থান্বেষী মানুষ ডাস্টবিন হিসেবে রাস্তার পাশের খালি জায়গাটি ময়লা ফেলে ভরাট করছে। এতে পরিবেশ হচ্ছে দূষিত।
সরেজমিন দেখা যায়, পৌর শহরের পুরাতন তেঁতুলিয়া পশুহাট সংলগ্ন সড়কের পাশে ময়লার ভাগাড়টির অবস্থান। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। তবে রাস্তার সঙ্গেই ময়লার ভাগাড়ের সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। রাস্তার পাশে রয়েছে কসাইখানা, আশ্রয়ন কেন্দ্র, আবাসিক এলাকা ও ব্যবসাপ্রতিষ্ঠান। রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা চলাচল করে। তাদের সব থেকে বেশি দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
এদিকে গতকাল শনিবার বিকেল পাঁচটায় তেঁতুলিয়া গ্রামবাসী ও ছাত্রসমাজের আয়োজনে পশুহাটের পরিবেশ দূষণ রোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ, রিফাত, রিংকু, আফ্রিদি, জয়, রিমন, মাফুজ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘পৌর কর্তৃপক্ষকে একাধিকবার গ্রামবাসীর পক্ষ থেকে ময়লার স্তূপ সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও কোনো প্রতিকার হয়নি। আমরা আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিতে চাই, এর মধ্যে যদি ময়লা অপসারণ না করা হয়, তাহলে গ্রামবাসীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’