ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বেগমপুর ইউনিয়ন জামায়াতের সমাবেশ

প্রতিবেদক, হিজলগাড়ী:
  • আপলোড টাইম : ১০:৪৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • / ২৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বেগমপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি মোটরসাইকেল র‌্যালি বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেগমপুর বগুলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে সাধারণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও দামড়–হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্বৈরাচারী সরকারের অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতা—কর্মীরা। দলীয় অনুষ্ঠান তো দূরে থাক, ঠিকমতো নিজের বাড়িতেও থাকতে পারেনি। মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ, বাড়িঘরে হামলা করে এই দেশে থেকে জামায়াতে ইসলামীকে উৎখাত করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে জামায়াতকে দেশ থেকে বিতাড়িত করতে গিয়ে স্বৈরাচার হাসিনা সরকারই এই দেশ থেকে পলায়ন করেছে। এখন সময় এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার। সে জন্য জামায়াতের নেতৃবৃন্দের জান—মাল দিয়ে কাজ করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও শূরা সদস্য আব্দুর রউফ, মাওলানা মহিউদ্দিন, দর্শনা থানা জামায়াতের সেক্রেটারি মাহাবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারি মো. খাইরুল ইসলাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন জামায়াত নেতা কবির ফরাজী, সাবেক ইউপি সদস্য আবু বাক্কা প্রমুখ। সাধারণ সভার আলোচনা শেষে জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান আসন্ন বেগমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম মাস্টারের নাম ঘোষণা করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বেগমপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহিনুর রহমান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বেগমপুর ইউনিয়ন জামায়াতের সমাবেশ

আপলোড টাইম : ১০:৪৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বেগমপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি মোটরসাইকেল র‌্যালি বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেগমপুর বগুলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে সাধারণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও দামড়–হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্বৈরাচারী সরকারের অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতা—কর্মীরা। দলীয় অনুষ্ঠান তো দূরে থাক, ঠিকমতো নিজের বাড়িতেও থাকতে পারেনি। মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ, বাড়িঘরে হামলা করে এই দেশে থেকে জামায়াতে ইসলামীকে উৎখাত করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে জামায়াতকে দেশ থেকে বিতাড়িত করতে গিয়ে স্বৈরাচার হাসিনা সরকারই এই দেশ থেকে পলায়ন করেছে। এখন সময় এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার। সে জন্য জামায়াতের নেতৃবৃন্দের জান—মাল দিয়ে কাজ করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও শূরা সদস্য আব্দুর রউফ, মাওলানা মহিউদ্দিন, দর্শনা থানা জামায়াতের সেক্রেটারি মাহাবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারি মো. খাইরুল ইসলাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন জামায়াত নেতা কবির ফরাজী, সাবেক ইউপি সদস্য আবু বাক্কা প্রমুখ। সাধারণ সভার আলোচনা শেষে জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান আসন্ন বেগমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম মাস্টারের নাম ঘোষণা করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বেগমপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহিনুর রহমান।