ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় সাংবাদিকদের সাথে জামায়াতের আমির রুহুল আমিনের মতবিনিময়

সাংবাদিকদের ভালোকে ভালো বলার সৎ সাহস কামনা করি

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৩:৪২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / ২১ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় দামুড়হুদা প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. নায়েব আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এ দেশে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। দুর্নীতি করে কেউ যেন পার পেয়ে না যায়, সে জন্য আপনাদেরকে তথ্য দিয়ে প্রশাসনকে সাহায্য করতে হবে। ভালোকে ভালো বলার সৎ সাহস আপনাদের কাছে আমরা কামনা করি। সমাজের ইতিবাচক খবরগুলোকে আপনারা গুরুত্ব দিয়ে প্রকাশ করবেন, যেন সমাজের মানুষ ইতিবাচক কাজ করতে উদ্বুদ্ধ হয়।’
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সকল নেতা—কর্মী মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, দখলদার মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, গ্রুপিং মুক্ত। জামায়াতের মূল শক্তি আল্লাহর ওপর ভরসা, ধৈর্য্য এবং দলীয় শৃঙ্খলা। তারপরেও যারা আমাদের গালি দেয়, মারে, জেলে পুরে হত্যা করতে চায়, শত্রুতা করতে চায়, তাদের রাজনৈতিক শক্তি কী? তাদের রাজনৈতিক উদ্দেশ্য কী? তারা কি দেশ এবং জাতির জন্য কিছু করতে চায়, না নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করে? এই প্রশ্ন আপনাদের মাধ্যমে জাতির কাছে রাখলাম।
তিনি বলেন, স্বৈরাচারী শাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় শাসনব্যবস্থা কায়েম করতে গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করেছিল। স্বৈরাচার শেখ হাসিনা একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চিরস্থায়ী করার উদ্দেশ্য ডিজিটাল আইনে শত শত মামলা করলেও সাগর—রুণীর হত্যাসহ অসংখ্য সাংবাদিকদের হত্যার বিচার হয়নি। বরং দিনের পর দিন উক্ত হত্যা মামলার বিচার বিলম্বিত করে ঝুলিয়ে রেখেছে। আমরা চাই, আইন বহিভুর্ত হত্যার বিচার হোক। সকল দুর্নীতির বিচার হোক। সকলেই আইনের শাসনের আওতায় আসুক। সরকারের সকল কর্মচারী, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ সরকারি সকল দপ্তর রাজনীতি মুক্ত হোক।
দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবেদ উদ দৌলার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মো. আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাড. মো. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাড. মো. মাসুদ পারভেজ রাসেল, দামুড়হুদা উপজেলা সহকারী সেক্রেটারি মো. রফিকুল ইসলাম জিয়া ও দামুড়হুদা সদর ইউনিয়ন শাখার আমির মো. আবুল বাশার। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় সাংবাদিকদের সাথে জামায়াতের আমির রুহুল আমিনের মতবিনিময়

সাংবাদিকদের ভালোকে ভালো বলার সৎ সাহস কামনা করি

আপলোড টাইম : ০৩:৪২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় দামুড়হুদা প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. নায়েব আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এ দেশে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। দুর্নীতি করে কেউ যেন পার পেয়ে না যায়, সে জন্য আপনাদেরকে তথ্য দিয়ে প্রশাসনকে সাহায্য করতে হবে। ভালোকে ভালো বলার সৎ সাহস আপনাদের কাছে আমরা কামনা করি। সমাজের ইতিবাচক খবরগুলোকে আপনারা গুরুত্ব দিয়ে প্রকাশ করবেন, যেন সমাজের মানুষ ইতিবাচক কাজ করতে উদ্বুদ্ধ হয়।’
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সকল নেতা—কর্মী মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, দখলদার মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, গ্রুপিং মুক্ত। জামায়াতের মূল শক্তি আল্লাহর ওপর ভরসা, ধৈর্য্য এবং দলীয় শৃঙ্খলা। তারপরেও যারা আমাদের গালি দেয়, মারে, জেলে পুরে হত্যা করতে চায়, শত্রুতা করতে চায়, তাদের রাজনৈতিক শক্তি কী? তাদের রাজনৈতিক উদ্দেশ্য কী? তারা কি দেশ এবং জাতির জন্য কিছু করতে চায়, না নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করে? এই প্রশ্ন আপনাদের মাধ্যমে জাতির কাছে রাখলাম।
তিনি বলেন, স্বৈরাচারী শাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় শাসনব্যবস্থা কায়েম করতে গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করেছিল। স্বৈরাচার শেখ হাসিনা একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চিরস্থায়ী করার উদ্দেশ্য ডিজিটাল আইনে শত শত মামলা করলেও সাগর—রুণীর হত্যাসহ অসংখ্য সাংবাদিকদের হত্যার বিচার হয়নি। বরং দিনের পর দিন উক্ত হত্যা মামলার বিচার বিলম্বিত করে ঝুলিয়ে রেখেছে। আমরা চাই, আইন বহিভুর্ত হত্যার বিচার হোক। সকল দুর্নীতির বিচার হোক। সকলেই আইনের শাসনের আওতায় আসুক। সরকারের সকল কর্মচারী, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ সরকারি সকল দপ্তর রাজনীতি মুক্ত হোক।
দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবেদ উদ দৌলার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মো. আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাড. মো. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাড. মো. মাসুদ পারভেজ রাসেল, দামুড়হুদা উপজেলা সহকারী সেক্রেটারি মো. রফিকুল ইসলাম জিয়া ও দামুড়হুদা সদর ইউনিয়ন শাখার আমির মো. আবুল বাশার। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া।