ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দর্শনায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৩:৩৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / ১৭ বার পড়া হয়েছে

‘দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করব খাঁটি’ স্লোগানে দর্শনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় দর্শনা শাহরিয়ার শুভ মুক্তমঞ্চ চত্বরে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। তিনি বলেন, এটা প্রশংসনীয় একটি উদ্যোগ। আপনারা জানেন, দেশের দক্ষিণাঞ্চল এখন বন্যা কবলিত। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলো কিন্তু আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাব। আমাদের যে পরিমাণ বনভূমি থাকা প্রয়োজন, সে পরিমাণ বনভূমি নেই, বিধায় পরিবেশের এই বিরূপ প্রভাব। এ জন্য আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ প্রয়োজন। এ ধরনের কর্মসূচিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার, সবসময় তা অব্যাহত থাকবে।

কৃষিবিদ রবিউল কবির পল্লব বলেন, একটি দেশে ন্যূনতম ৩৩ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন, সেখানে আমাদের দেশে রয়েছে মাত্র ৪ শতাংশ। আমরা যতদিন বনভূমি না বাড়াতে পারব, ততদিন আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিবর্তন করতে পারব না। এ জন্য আমাদের সকলকেই বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলেন, আমরা জানি আমাদের দেশের জলবায়ু আগের মতো নেই। গরমের সময় প্রচণ্ড গরম হয় এবং শীতের সময় প্রচণ্ড শীত। আমাদের ৬ ঋতুর দেশ এখন ২ ঋতু হয়ে গেছে। এর মূল কারণ জলবায়ু পরিবর্তন। আমরা এটা দূর করতে পারি বেশি করে বৃক্ষরোপণের মাধ্যমে।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরু উচ্চবিদ্যালয়ের শিক্ষক রাসেল আহম্মেদ শাওন, কেরু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম, ভালোবাসার বন্ধন সংগঠনের সাধারণ সম্পাদক আয়নাল হক প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

আপলোড টাইম : ০৩:৩৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

‘দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করব খাঁটি’ স্লোগানে দর্শনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় দর্শনা শাহরিয়ার শুভ মুক্তমঞ্চ চত্বরে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। তিনি বলেন, এটা প্রশংসনীয় একটি উদ্যোগ। আপনারা জানেন, দেশের দক্ষিণাঞ্চল এখন বন্যা কবলিত। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলো কিন্তু আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাব। আমাদের যে পরিমাণ বনভূমি থাকা প্রয়োজন, সে পরিমাণ বনভূমি নেই, বিধায় পরিবেশের এই বিরূপ প্রভাব। এ জন্য আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ প্রয়োজন। এ ধরনের কর্মসূচিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার, সবসময় তা অব্যাহত থাকবে।

কৃষিবিদ রবিউল কবির পল্লব বলেন, একটি দেশে ন্যূনতম ৩৩ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন, সেখানে আমাদের দেশে রয়েছে মাত্র ৪ শতাংশ। আমরা যতদিন বনভূমি না বাড়াতে পারব, ততদিন আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিবর্তন করতে পারব না। এ জন্য আমাদের সকলকেই বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলেন, আমরা জানি আমাদের দেশের জলবায়ু আগের মতো নেই। গরমের সময় প্রচণ্ড গরম হয় এবং শীতের সময় প্রচণ্ড শীত। আমাদের ৬ ঋতুর দেশ এখন ২ ঋতু হয়ে গেছে। এর মূল কারণ জলবায়ু পরিবর্তন। আমরা এটা দূর করতে পারি বেশি করে বৃক্ষরোপণের মাধ্যমে।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরু উচ্চবিদ্যালয়ের শিক্ষক রাসেল আহম্মেদ শাওন, কেরু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম, ভালোবাসার বন্ধন সংগঠনের সাধারণ সম্পাদক আয়নাল হক প্রমুখ।