ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় খেলাফত মজলিশের বিক্ষোভ সমাবেশ

ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
  • আপলোড টাইম : ০৩:১৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / ১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসন, স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আলমডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টায় খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা মডেল মসজিদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল—তায়েবা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলার সভাপতি মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস কুষ্টিয়া জোন পরিচালক সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম।
এসময় তিনি বলেন, বাংলাদেশকে কোনো রকম অবহিত না করে হঠাৎ করে ভারত ত্রিপুরায় বাঁধের গেট খুলে দিয়েছে। এতে আমাদের দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় লাখ লাখ মানুষ পানিতে দুর্বিষহ জীবনযাপন করছেন। এর মধ্যদিয়ে ভারত যে অমানবিকতার পরিচয় দিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের এ পানি আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের যে সকল জেলায় বন্যা সৃষ্টি হয়েছে। সরকারের প্রশাসন, সেনা, নৌবাহিনীর সঙ্গে সব রাজনৈতিক ও সেবামূলক সংগঠনকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলার সভাপতি মাওলানা মনিরুজ্জামান, উপজেলা সহসভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, পৌর সহসভাপতি হারিছ মোহাম্মদ ডালিম, গোবিন্দপুর জামে মসজিদের খতিব মোক্তারুজ্জামান আজিজি ও খেলাফত মজলিস নেতা সাবেক শিক্ষক ইছাহক আলী।
খেলাফত মজলিস পৌর সভাপতি জাকারিয়া হাবিবের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক মজলিসের সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা সহসম্পাদক মাওলানা আব্দুল হামিদ, পৌর শাখার সহসাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর শাখার সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা ওলামাবিষয়ক সম্পাদক মাওলানা মহিবুল্লাহ, উপজেলা সমাজকল্যাণ সম্পাদক আব্দুল কাদের, পৌর শাখার অর্থ সম্পাদক আব্দুল্লাহেল কাফী, প্রচার সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদতবরণকারীদের আত্মার মাগফিরাত ও বন্যাকবলিত এলাকার মানুষের জন্য দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আনিসুর রহমান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় খেলাফত মজলিশের বিক্ষোভ সমাবেশ

ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ

আপলোড টাইম : ০৩:১৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসন, স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আলমডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টায় খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা মডেল মসজিদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল—তায়েবা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলার সভাপতি মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস কুষ্টিয়া জোন পরিচালক সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম।
এসময় তিনি বলেন, বাংলাদেশকে কোনো রকম অবহিত না করে হঠাৎ করে ভারত ত্রিপুরায় বাঁধের গেট খুলে দিয়েছে। এতে আমাদের দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় লাখ লাখ মানুষ পানিতে দুর্বিষহ জীবনযাপন করছেন। এর মধ্যদিয়ে ভারত যে অমানবিকতার পরিচয় দিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের এ পানি আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের যে সকল জেলায় বন্যা সৃষ্টি হয়েছে। সরকারের প্রশাসন, সেনা, নৌবাহিনীর সঙ্গে সব রাজনৈতিক ও সেবামূলক সংগঠনকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলার সভাপতি মাওলানা মনিরুজ্জামান, উপজেলা সহসভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, পৌর সহসভাপতি হারিছ মোহাম্মদ ডালিম, গোবিন্দপুর জামে মসজিদের খতিব মোক্তারুজ্জামান আজিজি ও খেলাফত মজলিস নেতা সাবেক শিক্ষক ইছাহক আলী।
খেলাফত মজলিস পৌর সভাপতি জাকারিয়া হাবিবের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক মজলিসের সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা সহসম্পাদক মাওলানা আব্দুল হামিদ, পৌর শাখার সহসাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর শাখার সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা ওলামাবিষয়ক সম্পাদক মাওলানা মহিবুল্লাহ, উপজেলা সমাজকল্যাণ সম্পাদক আব্দুল কাদের, পৌর শাখার অর্থ সম্পাদক আব্দুল্লাহেল কাফী, প্রচার সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদতবরণকারীদের আত্মার মাগফিরাত ও বন্যাকবলিত এলাকার মানুষের জন্য দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আনিসুর রহমান।