ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ১০:৩৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • / ১৭ বার পড়া হয়েছে

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চাকুরিচ্যুতরা মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানাসহ সারাদেশের ইউনিট সমূহে যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছিল, তা তৎকালীন খুনি হাসিনার চক্রান্ত এবং ভারতীয় ‘র’ বাহিনী দ্বারা ঘটিয়ে পিতা হত্যার প্রতিশোধ নেয়া হয়। পরে পিলখানাসহ সকল ইউনিটসমূহে অবৈধ আদালত স্থাপন করে এবং সে আদালতে আমাদের বাক স্বাধীনতা রোধ করাসহ কোনো আইনজীবী নিয়োগ দেয়া নিষেধ ছিল। এমনকি বিচারক নিজে শাস্তিদাতা হিসেবে আমাদের শাস্তি প্রদান করেন। যা পৃথিবীর কোনো দেশে এই নিয়ম নেই।
স্মারকলিপিতে ওই অবৈধ আদালত বিলুপ্ত ঘোষণা করে পুনরায় চাকরিচ্যুতদের চাকরিতে যোগদানের ব্যবস্থা করার জোর দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য দেন গিয়াস উদ্দিন, আলমগীর হোসেন, হাবিবুর রহমান, আব্দুল মান্নান, ওয়াহিদুজ্জামান, নজরুল ইসলাম, রিয়াজউদ্দিন, জুর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিয়ার হেডকোয়ার্টার পিলখানায় বিদ্রোহের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় কর্মরত মেহেরপুর জেলার ৪৫ জন বিডিআর সদস্যকে আটক করা হয়। এবং ২০১০ সালের ২২ মে তাদের চাকরিচ্যুত করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

আপলোড টাইম : ১০:৩৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চাকুরিচ্যুতরা মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানাসহ সারাদেশের ইউনিট সমূহে যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছিল, তা তৎকালীন খুনি হাসিনার চক্রান্ত এবং ভারতীয় ‘র’ বাহিনী দ্বারা ঘটিয়ে পিতা হত্যার প্রতিশোধ নেয়া হয়। পরে পিলখানাসহ সকল ইউনিটসমূহে অবৈধ আদালত স্থাপন করে এবং সে আদালতে আমাদের বাক স্বাধীনতা রোধ করাসহ কোনো আইনজীবী নিয়োগ দেয়া নিষেধ ছিল। এমনকি বিচারক নিজে শাস্তিদাতা হিসেবে আমাদের শাস্তি প্রদান করেন। যা পৃথিবীর কোনো দেশে এই নিয়ম নেই।
স্মারকলিপিতে ওই অবৈধ আদালত বিলুপ্ত ঘোষণা করে পুনরায় চাকরিচ্যুতদের চাকরিতে যোগদানের ব্যবস্থা করার জোর দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য দেন গিয়াস উদ্দিন, আলমগীর হোসেন, হাবিবুর রহমান, আব্দুল মান্নান, ওয়াহিদুজ্জামান, নজরুল ইসলাম, রিয়াজউদ্দিন, জুর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিয়ার হেডকোয়ার্টার পিলখানায় বিদ্রোহের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় কর্মরত মেহেরপুর জেলার ৪৫ জন বিডিআর সদস্যকে আটক করা হয়। এবং ২০১০ সালের ২২ মে তাদের চাকরিচ্যুত করা হয়।