ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে প্রান্তিক চাষির ফুলকপি ক্ষেতে দুর্বৃত্তদের তাণ্ডব

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
  • আপলোড টাইম : ১০:০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • / ১১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের মা মনসা মন্দির তলা মাঠে দুর্বৃত্তরা শত্রুতামূলকভাবে প্রান্তিক চাষির ফুলকপি ক্ষেত কেটে বিনষ্ট করেছে। গত বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা একই গ্রামের সাইফুল ইসলাম ও তরিকুল ইসলামের আট বিঘা জমির ফুলকপির চারাগাছ কেটে সাবাড় করে। গতকাল সকালে ক্ষেতে গিয়ে এ দৃশ্য দেখে চাষীরা হতবাক হয়ে যান।
এদিকে, গত এক সপ্তাহের মধ্যে একই মাঠে একই গ্রামের মনিরুজ্জামান লালু বিশ্বাসের দুই বিঘা জমির ধনিয়া পাতার ক্ষেতেও দুর্বৃত্তরা ঘাসপোড়া কীটনাশক স্প্রে করে ফসল পুড়িয়ে নষ্ট করেছে। সাম্প্রতিক সময়ে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন মাঠে একের পর এক ফসল ধ্বংসের ঘটনায় প্রান্তিক চাষিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী কৃষকরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের প্রস্তুতি চলছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে প্রান্তিক চাষির ফুলকপি ক্ষেতে দুর্বৃত্তদের তাণ্ডব

আপলোড টাইম : ১০:০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের মা মনসা মন্দির তলা মাঠে দুর্বৃত্তরা শত্রুতামূলকভাবে প্রান্তিক চাষির ফুলকপি ক্ষেত কেটে বিনষ্ট করেছে। গত বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা একই গ্রামের সাইফুল ইসলাম ও তরিকুল ইসলামের আট বিঘা জমির ফুলকপির চারাগাছ কেটে সাবাড় করে। গতকাল সকালে ক্ষেতে গিয়ে এ দৃশ্য দেখে চাষীরা হতবাক হয়ে যান।
এদিকে, গত এক সপ্তাহের মধ্যে একই মাঠে একই গ্রামের মনিরুজ্জামান লালু বিশ্বাসের দুই বিঘা জমির ধনিয়া পাতার ক্ষেতেও দুর্বৃত্তরা ঘাসপোড়া কীটনাশক স্প্রে করে ফসল পুড়িয়ে নষ্ট করেছে। সাম্প্রতিক সময়ে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন মাঠে একের পর এক ফসল ধ্বংসের ঘটনায় প্রান্তিক চাষিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী কৃষকরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের প্রস্তুতি চলছিল।