ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিচারের দাবিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে বিগত ১৫ বছরে সারাদেশে হাজার হাজার খুন, গুম ও গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের শাস্তির দাবি জানানো হয়।

চুয়াডাঙ্গা:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে চুয়াডাঙ্গায় যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু ও সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজিব খানের নেতৃত্বে কোর্টমোড় থেকে মিছিলটি বের হয়ে বড় বাজার শহীদ হাসান চত্বর ও পৌরসভা মোড় প্রদক্ষিণ করে পূর্বের স্থানে ফিরে শেষ হয়। জেলা যুবদলের দপ্তর সম্পদাক মামুন উর রশিদ টনিকের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরোও জানা যায়, বিগত ১৫ বছরে সারাদেশে হাজার হাজার নেতা-কর্মী গুম, খুন, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, শাপলা চত্বরে শত শত আলেম হত্যা, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার হাজার শিশু- ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের সকল উপজেলা, পৌর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

মেহেরপুর:
গত ১৫ বছরে হাজার হাজার নেতা-কর্মী গুম, খুন, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, শাপলা চত্বরে শত শত আলেম হত্যা, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার হাজার শিশু- ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে মেহেরপুর জেলা যুবদলের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল মেহেরপুর জেলা যুবদল সভাপতি জাহিদুল হক জাহিদের নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিল। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ বিশ্বাস, জেলা যুবদলের জয়েন সেক্রেটারি রোকন, জেলা যুবদলের সহসভাপতি এস এ খান শিল্টু, মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি আবুল হাসান, সেক্রেটারি আনারুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, সদস্যসচিব বিপ্লব, পৌর যুবদলের আহ্বায়ক সামিউল ইসলাম লিজন, সদস্যসচিব নওশেল আহমেদ রনি প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শেখ হাসিনার বিচারের দাবিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

আপলোড টাইম : ০৯:১৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে বিগত ১৫ বছরে সারাদেশে হাজার হাজার খুন, গুম ও গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের শাস্তির দাবি জানানো হয়।

চুয়াডাঙ্গা:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে চুয়াডাঙ্গায় যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু ও সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজিব খানের নেতৃত্বে কোর্টমোড় থেকে মিছিলটি বের হয়ে বড় বাজার শহীদ হাসান চত্বর ও পৌরসভা মোড় প্রদক্ষিণ করে পূর্বের স্থানে ফিরে শেষ হয়। জেলা যুবদলের দপ্তর সম্পদাক মামুন উর রশিদ টনিকের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরোও জানা যায়, বিগত ১৫ বছরে সারাদেশে হাজার হাজার নেতা-কর্মী গুম, খুন, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, শাপলা চত্বরে শত শত আলেম হত্যা, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার হাজার শিশু- ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের সকল উপজেলা, পৌর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

মেহেরপুর:
গত ১৫ বছরে হাজার হাজার নেতা-কর্মী গুম, খুন, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, শাপলা চত্বরে শত শত আলেম হত্যা, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার হাজার শিশু- ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে মেহেরপুর জেলা যুবদলের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল মেহেরপুর জেলা যুবদল সভাপতি জাহিদুল হক জাহিদের নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিল। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ বিশ্বাস, জেলা যুবদলের জয়েন সেক্রেটারি রোকন, জেলা যুবদলের সহসভাপতি এস এ খান শিল্টু, মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি আবুল হাসান, সেক্রেটারি আনারুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, সদস্যসচিব বিপ্লব, পৌর যুবদলের আহ্বায়ক সামিউল ইসলাম লিজন, সদস্যসচিব নওশেল আহমেদ রনি প্রমুখ।