ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় নারীর সংবাদ সম্মেলন

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ১০:০০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • / ১৫ বার পড়া হয়েছে

দামুড়হুদায় চক্রান্ত করে হেরোইন দিয়ে ছেলেকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন আমিনা খাতুন নামের এক নারী। তিনি দামুড়হুদা উপজেলার বদনপুর গোরস্থানপাড়ার গাফফার আলীর স্ত্রী।

সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে আমিনা খাতুন বলেন, উপজেলার চিৎলা গ্রামের শাহিদুল মালিতার ছেলে মো. স্বপন আলী (৩৮) এবং আশাদুল হোসেনের ছেলে মো. তুষার (৩০) এলাকার আওয়ামী লীগের ক্যাডার ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের সাথে আগে থেকে আমার ছেলে মো. শাহিন রেজার (১৮) বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ কারণে তারা ষড়যন্ত্রমূলকভাবে গত ৩১/০৭/২০২৪ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে বদনপুর গ্রামে আমাদের বাড়ির সামনে এসে আমার ছেলেকে ডাকাডাকি করতে থাকে। তখন আমার ছেলে তাদের ডাকে সাড়া দিয়ে বাড়ির সামনে পাকা রাস্তার ওপর গেলে তারা আমার ছেলেকে পুলিশের নিকট ধরিয়ে দেয়। তারপর আমার ছেলেকে হেরোইন মামলায় চালান দেয়।

তিনি আরও বলেন, বর্তমানে আমার ছেলে চুয়াডাঙ্গা জেলহাজতে আছে। আমার ছেলের নিকট কোনো হেরোইন না থাকা সত্ত্বেও ওই দুজনের যোগসাজশে আমার ছেলেকে মিথ্যা দোষারোপ করে হেরোইনের মামলা দেয়। পরবর্তীতে স্বপন ও তুষারের নিকট যেয়ে আমার ছেলেকে ষড়যন্ত্রমূলকভবে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা দুজনেই আমাদেরকে অকথ্য ভাষায় গালিসহ জীবনের মতো শেষ করে দেওয়ার হুমকি দিতে থাকেন।

তিনি আরও বলেন, এছাড়া তারা আমাকেসহ আমার পরিবারের লোকজনকে খুন-জখমের ও প্রাণনাশের হুমকি-ধমকি প্রদান করে। তারা তাদের এমন অত্যাচারের কারণে আমি ও আমার পরিবারের লোকজন খুবই আশঙ্কাজনকভাবে জীবনযাপন করছি। এ ঘটনার বিষয়ে স্থানীয় লোকজন অবগত আছেন। এ বিষয়ে আমি প্রশাসরে সহযোগিতা কামনা করছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় নারীর সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ১০:০০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

দামুড়হুদায় চক্রান্ত করে হেরোইন দিয়ে ছেলেকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন আমিনা খাতুন নামের এক নারী। তিনি দামুড়হুদা উপজেলার বদনপুর গোরস্থানপাড়ার গাফফার আলীর স্ত্রী।

সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে আমিনা খাতুন বলেন, উপজেলার চিৎলা গ্রামের শাহিদুল মালিতার ছেলে মো. স্বপন আলী (৩৮) এবং আশাদুল হোসেনের ছেলে মো. তুষার (৩০) এলাকার আওয়ামী লীগের ক্যাডার ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের সাথে আগে থেকে আমার ছেলে মো. শাহিন রেজার (১৮) বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ কারণে তারা ষড়যন্ত্রমূলকভাবে গত ৩১/০৭/২০২৪ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে বদনপুর গ্রামে আমাদের বাড়ির সামনে এসে আমার ছেলেকে ডাকাডাকি করতে থাকে। তখন আমার ছেলে তাদের ডাকে সাড়া দিয়ে বাড়ির সামনে পাকা রাস্তার ওপর গেলে তারা আমার ছেলেকে পুলিশের নিকট ধরিয়ে দেয়। তারপর আমার ছেলেকে হেরোইন মামলায় চালান দেয়।

তিনি আরও বলেন, বর্তমানে আমার ছেলে চুয়াডাঙ্গা জেলহাজতে আছে। আমার ছেলের নিকট কোনো হেরোইন না থাকা সত্ত্বেও ওই দুজনের যোগসাজশে আমার ছেলেকে মিথ্যা দোষারোপ করে হেরোইনের মামলা দেয়। পরবর্তীতে স্বপন ও তুষারের নিকট যেয়ে আমার ছেলেকে ষড়যন্ত্রমূলকভবে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা দুজনেই আমাদেরকে অকথ্য ভাষায় গালিসহ জীবনের মতো শেষ করে দেওয়ার হুমকি দিতে থাকেন।

তিনি আরও বলেন, এছাড়া তারা আমাকেসহ আমার পরিবারের লোকজনকে খুন-জখমের ও প্রাণনাশের হুমকি-ধমকি প্রদান করে। তারা তাদের এমন অত্যাচারের কারণে আমি ও আমার পরিবারের লোকজন খুবই আশঙ্কাজনকভাবে জীবনযাপন করছি। এ ঘটনার বিষয়ে স্থানীয় লোকজন অবগত আছেন। এ বিষয়ে আমি প্রশাসরে সহযোগিতা কামনা করছি।