ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার হায়দারপুরে লুটপাটের ঘটনায় নারীর মামলা

ইউপি চেয়ারম্যানসহ আরও ২০ জন আসামি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৪৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • / ১৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলায় গত বছর টাকা লুটপাটের ঘটনায় আবারও পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আলম মন্ডলসহ ২০ জনের নামে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার হায়দারপুর গ্রামের আজিবার মালিথারা স্ত্রী মুন্নি খাতুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় আরও ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩১ ডিসেম্বার রাত সাড়ে ৮টার দিকে আলম চেয়ারম্যানের নেতৃত্বে একদল লোক মুন্নির বাড়িতে হামলা চালায়। হামলার সময় আসামিরা তাদের হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্র ও ককটেল নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে ভাঙচুর চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে মুন্নির ছেলে বাধনের দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে বিকাশসহ বিভিন্ন খাতের প্রায় ২ লাখ টাকা লুট করাসহ প্রায় হাজার টাকার মালামাল ক্ষতি করে। এ ঘটনায় আসামিরা মুন্নি খাতুনসহ তার পরিবারকে হুমকি দিতে থাকে।

মুন্নি খাতুন তার এজাহারে আরও উল্লেখ করেন, ওই সময় আলম চেয়ারম্যানসহ তাদের লোকজনের হুমকিতে থানায় অভিযোগ করতে পারেননি। এবং ওই সময়ের আলামতও সংগ্রহ করতে পারেননি। গত ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন হলে তিনি মামলা করার প্রস্তুতি নেন। পরে গতকাল মঙ্গলবার রাতে সদর থানায় মামলাটি করেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দর আলী বলেন, মুন্নি খাতুন নামে একজন আলম চেয়ারম্যানসহ ২০ জনের নাম উল্লেখসহ ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। এ বিষয়ে সদর থানার পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার হায়দারপুরে লুটপাটের ঘটনায় নারীর মামলা

ইউপি চেয়ারম্যানসহ আরও ২০ জন আসামি

আপলোড টাইম : ০৯:৪৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলায় গত বছর টাকা লুটপাটের ঘটনায় আবারও পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আলম মন্ডলসহ ২০ জনের নামে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার হায়দারপুর গ্রামের আজিবার মালিথারা স্ত্রী মুন্নি খাতুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় আরও ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩১ ডিসেম্বার রাত সাড়ে ৮টার দিকে আলম চেয়ারম্যানের নেতৃত্বে একদল লোক মুন্নির বাড়িতে হামলা চালায়। হামলার সময় আসামিরা তাদের হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্র ও ককটেল নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে ভাঙচুর চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে মুন্নির ছেলে বাধনের দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে বিকাশসহ বিভিন্ন খাতের প্রায় ২ লাখ টাকা লুট করাসহ প্রায় হাজার টাকার মালামাল ক্ষতি করে। এ ঘটনায় আসামিরা মুন্নি খাতুনসহ তার পরিবারকে হুমকি দিতে থাকে।

মুন্নি খাতুন তার এজাহারে আরও উল্লেখ করেন, ওই সময় আলম চেয়ারম্যানসহ তাদের লোকজনের হুমকিতে থানায় অভিযোগ করতে পারেননি। এবং ওই সময়ের আলামতও সংগ্রহ করতে পারেননি। গত ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন হলে তিনি মামলা করার প্রস্তুতি নেন। পরে গতকাল মঙ্গলবার রাতে সদর থানায় মামলাটি করেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দর আলী বলেন, মুন্নি খাতুন নামে একজন আলম চেয়ারম্যানসহ ২০ জনের নাম উল্লেখসহ ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। এ বিষয়ে সদর থানার পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।