ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় সাংবাদিক ও হিন্দু নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময়

‘জামায়াতে ভিশন হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা’

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৯:৪০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • / ১৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় সাংবাদিক ও হিন্দু নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হ্যামলেট ক্যাফেতে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলা শাখার আমির মো. দারুস সালাম। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে। সাংবাদিকদের কলম এখন স্বাধীনভাবে লিখতে পারছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরশাসনের পতনের মাধ্যমে দেশে বিপ্লবী ছাত্রসমাজ দেশের নির্যাতিত জনগণ ও মুক্তিকামী মানুষের স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। ডিবি অফিসের ভয়ংকর চিত্র আয়নাঘরের লোমহর্ষক ঘটনা, সাদা পোশাক বাহিনীর দূরন্ত দাপট, অসহনীয় আচরণ, নির্যাতিতদের দীর্ঘশ্বাসে ৫ই আগস্ট আসতে সাহায্য করেছে।

আমরা চাই আইন বহির্ভূত হত্যার বিচার হোক, সকল দুর্নীতির বিচার হোক, সরকারের সকল কর্মচারী, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ সরকারি সকল দপ্তর রাজনীতি মুক্ত হোক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভিশন মানুষের কল্যাণ সাধন করা ও সৎ যোগ্য মানুষ তৈরি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. মাসুদ পারভেজ রাসেল, জেলা বায়তুলমাল সম্পাদক মো. কামাল হোসেন, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী সেক্রেটারি মো. শফিউল আলম বকুল। আলমডাঙ্গা জিএ শাখার আমির মো. আব্বাস আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পৌর শাখার সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দীন ও আলমডাঙ্গা পৌর শাখা আমির মো. মাহের আলী। মতবিনিময় শেষে উপস্থিত সকল সাংবাদিকের নিকট বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন জামায়াতের নেতা-কর্মীরা।

অপর দিকে, একই দিন আলমডাঙ্গার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির দারুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. রুহুল আমিন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. মাসুদ পারভেজ রাসেল, জেলা বায়তুলমাল সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী সেক্রেটারি মো. শফিউল আলম বকুল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেন, সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা মুসলিম, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কিন্তু সকলেই বাংলাদেশি। আমরা একসাথে লেখাপড়া, খেলাধুলা করে বড় হয়েছি। আপনারা মরলে শ্মশানে যান, আমরা গোরস্থানে। দীর্ঘ বছর ধরে এই দেশে একে অপরের বিয়েতে দাওয়াতে যায়। এই সাম্প্রদায়িক সম্প্রীতি আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনাদের সাথে যদি কেউ কোনো খারাপ আচরণ করে, তাহলে আমাদের জানাবেন, আমরা কঠোর হস্তে সেটি দমন করব।

মতবিনিময় সভায় আলমডাঙ্গার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু মনীন্দ্রনাথ দত্ত, পৌর সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু খা, পৌর পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বাবু পরিমল কুমার ঘোষ, মন্দির কমিটির সভাপতি বাবু বিদ্যুৎ কামার সাহা, অশোক সাহা, শুধাংশু ব্যানার্জি, লিপন বিশ্বাস, বাবু অমিত ঘোষ, সঞ্জয় সাহা, বিজয় কুমার সিহি, জয়দেব শাধু খা, অপু বিশ্বাস, জয় বিশ্বাস, বিপুল সাহা, উৎপল দত্ত, রতন বিশ্বাস, অসিত ঘোষ, মদন সাহা প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় সাংবাদিক ও হিন্দু নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময়

‘জামায়াতে ভিশন হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা’

আপলোড টাইম : ০৯:৪০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

আলমডাঙ্গায় সাংবাদিক ও হিন্দু নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হ্যামলেট ক্যাফেতে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলা শাখার আমির মো. দারুস সালাম। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে। সাংবাদিকদের কলম এখন স্বাধীনভাবে লিখতে পারছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরশাসনের পতনের মাধ্যমে দেশে বিপ্লবী ছাত্রসমাজ দেশের নির্যাতিত জনগণ ও মুক্তিকামী মানুষের স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। ডিবি অফিসের ভয়ংকর চিত্র আয়নাঘরের লোমহর্ষক ঘটনা, সাদা পোশাক বাহিনীর দূরন্ত দাপট, অসহনীয় আচরণ, নির্যাতিতদের দীর্ঘশ্বাসে ৫ই আগস্ট আসতে সাহায্য করেছে।

আমরা চাই আইন বহির্ভূত হত্যার বিচার হোক, সকল দুর্নীতির বিচার হোক, সরকারের সকল কর্মচারী, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ সরকারি সকল দপ্তর রাজনীতি মুক্ত হোক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভিশন মানুষের কল্যাণ সাধন করা ও সৎ যোগ্য মানুষ তৈরি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. মাসুদ পারভেজ রাসেল, জেলা বায়তুলমাল সম্পাদক মো. কামাল হোসেন, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী সেক্রেটারি মো. শফিউল আলম বকুল। আলমডাঙ্গা জিএ শাখার আমির মো. আব্বাস আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পৌর শাখার সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দীন ও আলমডাঙ্গা পৌর শাখা আমির মো. মাহের আলী। মতবিনিময় শেষে উপস্থিত সকল সাংবাদিকের নিকট বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন জামায়াতের নেতা-কর্মীরা।

অপর দিকে, একই দিন আলমডাঙ্গার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির দারুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. রুহুল আমিন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. মাসুদ পারভেজ রাসেল, জেলা বায়তুলমাল সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী সেক্রেটারি মো. শফিউল আলম বকুল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেন, সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা মুসলিম, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কিন্তু সকলেই বাংলাদেশি। আমরা একসাথে লেখাপড়া, খেলাধুলা করে বড় হয়েছি। আপনারা মরলে শ্মশানে যান, আমরা গোরস্থানে। দীর্ঘ বছর ধরে এই দেশে একে অপরের বিয়েতে দাওয়াতে যায়। এই সাম্প্রদায়িক সম্প্রীতি আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনাদের সাথে যদি কেউ কোনো খারাপ আচরণ করে, তাহলে আমাদের জানাবেন, আমরা কঠোর হস্তে সেটি দমন করব।

মতবিনিময় সভায় আলমডাঙ্গার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু মনীন্দ্রনাথ দত্ত, পৌর সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু খা, পৌর পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বাবু পরিমল কুমার ঘোষ, মন্দির কমিটির সভাপতি বাবু বিদ্যুৎ কামার সাহা, অশোক সাহা, শুধাংশু ব্যানার্জি, লিপন বিশ্বাস, বাবু অমিত ঘোষ, সঞ্জয় সাহা, বিজয় কুমার সিহি, জয়দেব শাধু খা, অপু বিশ্বাস, জয় বিশ্বাস, বিপুল সাহা, উৎপল দত্ত, রতন বিশ্বাস, অসিত ঘোষ, মদন সাহা প্রমুখ।