ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বৃত্তি পরীক্ষার সনদপত্র ও অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:৪৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / ২০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ২০২৩ সালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার সনদপত্র ও অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বেবি নার্সিং স্কুলের সভাকক্ষে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন এ আয়োজন করে। ক্লাসিক মডেল একাডেমির পরিচালক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি মফিজুর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি রেজাউল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি কল্পে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে শিক্ষা বিস্তার এবং উন্নতমানের শিক্ষা প্রদান করার জন্য ব্যবস্থা করে যাচ্ছে। সেই সাথে বর্তমান প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা চলছে তার পরিবর্তন করে পুরাতন শিক্ষাব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি। তিনি বলেন, আগামী বছর থেকে যেন কাঙ্খিত শিক্ষাব্যবস্থা কার্যকর করা হয়, সেই প্রতাশা নিয়ে সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে আবেদন জানাচ্ছি।

বেবি নার্সিং স্কুলের পরিচালক আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিতি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল ফাউন্ডেশনের মহাসচিব আবুল কালাম আজাদ ও সাংগাঠনিক সম্পাদক বেলাল হোসেন ভূঁইয়া। আরোও উপস্থিত ছিলেন পুষ্পকলি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, কিড্স হ্যাভেনের পরিচালক গোলাম আজম, আলিয়ারপুর কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জসিম উদ্দীন, সাহপুর কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোদাশি^র আহমেদ, ইউনিক কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক অর্চনা পাল, হাসান হোসেনের পরিচালক বজলুর রহমান, বেবি নার্সিং সহকারী প্রধান শিক্ষক সিরিন আক্তার ও বেবি নার্সিং এর সহকারী শিক্ষক হাসিবুর রহমান শান্ত। 

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বলেন, আমরা দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে কাজ করছি। বিশেষ করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমমান কিন্ডারগার্টেনের মাধ্যমে সুন্দর সিলেবাস তৈরীর মাধ্যমে মেধা তৈরী করার চেষ্টাা করছি। এদেশে শিক্ষা ব্যবস্থা যেন আন্তর্জাতিক মানের হয় সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। সরকারি শিক্ষা কার্যক্রমের সাথে সাথে আমরা দেশের কিন্ডারগার্টেনগুলোকে একিভূত সিলেবাসের মাধ্যমে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পরিশেষে সরোজগঞ্জ এলাকায় এই ফাউন্ডেশনের পরিচালিত ৬টি প্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের কাছে বৃত্তির সনদ ও সত্তর হাজার টাকা চেক বিতরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বৃত্তি পরীক্ষার সনদপত্র ও অর্থ বিতরণ

আপলোড টাইম : ১১:৪৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গায় ২০২৩ সালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার সনদপত্র ও অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বেবি নার্সিং স্কুলের সভাকক্ষে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন এ আয়োজন করে। ক্লাসিক মডেল একাডেমির পরিচালক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি মফিজুর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি রেজাউল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি কল্পে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে শিক্ষা বিস্তার এবং উন্নতমানের শিক্ষা প্রদান করার জন্য ব্যবস্থা করে যাচ্ছে। সেই সাথে বর্তমান প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা চলছে তার পরিবর্তন করে পুরাতন শিক্ষাব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি। তিনি বলেন, আগামী বছর থেকে যেন কাঙ্খিত শিক্ষাব্যবস্থা কার্যকর করা হয়, সেই প্রতাশা নিয়ে সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে আবেদন জানাচ্ছি।

বেবি নার্সিং স্কুলের পরিচালক আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিতি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল ফাউন্ডেশনের মহাসচিব আবুল কালাম আজাদ ও সাংগাঠনিক সম্পাদক বেলাল হোসেন ভূঁইয়া। আরোও উপস্থিত ছিলেন পুষ্পকলি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, কিড্স হ্যাভেনের পরিচালক গোলাম আজম, আলিয়ারপুর কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জসিম উদ্দীন, সাহপুর কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোদাশি^র আহমেদ, ইউনিক কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক অর্চনা পাল, হাসান হোসেনের পরিচালক বজলুর রহমান, বেবি নার্সিং সহকারী প্রধান শিক্ষক সিরিন আক্তার ও বেবি নার্সিং এর সহকারী শিক্ষক হাসিবুর রহমান শান্ত। 

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বলেন, আমরা দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে কাজ করছি। বিশেষ করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমমান কিন্ডারগার্টেনের মাধ্যমে সুন্দর সিলেবাস তৈরীর মাধ্যমে মেধা তৈরী করার চেষ্টাা করছি। এদেশে শিক্ষা ব্যবস্থা যেন আন্তর্জাতিক মানের হয় সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। সরকারি শিক্ষা কার্যক্রমের সাথে সাথে আমরা দেশের কিন্ডারগার্টেনগুলোকে একিভূত সিলেবাসের মাধ্যমে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পরিশেষে সরোজগঞ্জ এলাকায় এই ফাউন্ডেশনের পরিচালিত ৬টি প্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের কাছে বৃত্তির সনদ ও সত্তর হাজার টাকা চেক বিতরণ করা হয়।