ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে দোয়া মাহফিল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • / ২১ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথক আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বেগম খালেদা জিয়ার রাগমুক্তি কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন নেতাকর্মীরা।
চুয়াডাঙ্গা:
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শাহাদতবরণকারী ছাত্র-জনতাসহ দলীয় নেতাকর্মীদের আত্মার শান্তি এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল শুক্রবার আছর নামজের পর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য ও জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের সভাপতি মোকারম হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

মেহেরপুর:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়। গতকাল বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে বাদ আসর এই দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা আব্দুল বারী ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিণ্টু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন বলেন, সকল অপশক্তিকে দূর করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রসমাজ দেশের আপামর জনতা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে চলেছে। কোনো অপশক্তি আর বাঁধা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। আমরা শক্ত হাতে প্রতিহত করব ইনশাল্লাহ। আপনারা সকলে আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশের জন্য যারা কাজ করছে, তাদের সর্বত্র সহযোগিতা করবেন। পরে তিনি বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চান এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
এদিকে, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল বেলা ১১টায় গাংনী উপজেলা বিএনপি এর আয়োজন করে। গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন। এসময় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, পৌর বিএনপির সাবেক সভাপতি ইনসারুল হক ইন্সু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দাল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মালেক হোসেন চপলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে দোয়া মাহফিল

আপলোড টাইম : ০৫:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথক আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বেগম খালেদা জিয়ার রাগমুক্তি কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন নেতাকর্মীরা।
চুয়াডাঙ্গা:
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শাহাদতবরণকারী ছাত্র-জনতাসহ দলীয় নেতাকর্মীদের আত্মার শান্তি এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল শুক্রবার আছর নামজের পর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য ও জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের সভাপতি মোকারম হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

মেহেরপুর:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়। গতকাল বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে বাদ আসর এই দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা আব্দুল বারী ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিণ্টু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন বলেন, সকল অপশক্তিকে দূর করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রসমাজ দেশের আপামর জনতা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে চলেছে। কোনো অপশক্তি আর বাঁধা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। আমরা শক্ত হাতে প্রতিহত করব ইনশাল্লাহ। আপনারা সকলে আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশের জন্য যারা কাজ করছে, তাদের সর্বত্র সহযোগিতা করবেন। পরে তিনি বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চান এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
এদিকে, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল বেলা ১১টায় গাংনী উপজেলা বিএনপি এর আয়োজন করে। গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন। এসময় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, পৌর বিএনপির সাবেক সভাপতি ইনসারুল হক ইন্সু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দাল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মালেক হোসেন চপলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।