ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় মাছ লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৪:২১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

দামুড়হুদায় মাছ লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন উপজেলার লোকনাথপুর পূর্বপাড়ার মৃত হাফিজ উদ্দীনের ছেলে মো. আব্দুল মুন্নাফ (৬০)। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি দামুড়হুদা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আব্দুল মুন্নাফ বলেন, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামের মৃত দ্বীন মাহাম্মদের ছেলে মিজানুর রহমান (৫০) কাটান বিল নামক মাঠে ৫০ বিঘা জমির মধ্যে ৫ বিঘা জমি জোরপূর্বক দখল করে মাছ চাষ করেছেন। বিবাদী হাউলী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হওয়ায় দীর্ঘ ২৪ বছর যাবৎ জমি জোর করে দখল করে রেখেছেন। প্রতি বছর লিজ বাবদ এক লাখ টাকা দেওয়ার কথা থাকলেও কোনো টাকা দেননি। এ হিসাবে তার কাছে ২৪ লাখ টাকা পাব। এর মধ্যে হঠাৎ গত ১২/০৮/২০২৪ তারিখে তিনি আদালতে আমাদের নামে মাছ লুটপাটের মিথ্যা মামলা করেন।

তিনি বলেন, মামলায় ঘটনার যে দিন উল্লেখ করেন সেদিন সারাদেশে কারফিউ বলবৎ ছিল এবং ৯৯৯ খোলা ছিল। এছাড়া বিবাদী মিথ্যার আশ্রয় নিতে নিতে আমাদের নামে বিভিন্ন পত্রিকায় তাহাদের বিল থেকে মাছ লুটপাট ও বিষ প্রয়োগ করার মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ প্রকাশিত করেন। বিবাদী যাদের নামে মামলা করেছে তাদের মধ্যে দুজন প্রবাসী। তাহারা কয়েকদিনের জন্য বাড়িতে বেড়াতে এসেছিল। তারা বিল থেকে মাছ ধরে বিক্রি করার পর ফাঁকা বিলে বিষ দিয়ে আমাদের হয়রানি করার জন্য মামলা করেছেন।এছাড়া আমি একজন মসজিদের সভাপতি ও মাদ্রাসার সভাপতি এবং আমিসহ আমার পরিবারের সকলে সম্মানী লোকজন। বিবাদী চলমান দেশের পরিস্থিতির কারণে আমাদের হয়রানি ও আমাদের মান-সম্মানের হানী ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, বিবাদীর মিথ্যা সংবাদ আমাদের নামে দেখে আমরা পুনরায় বিবাদীদের এহেন কাজের প্রতি তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া বিবাদী আমাকেসহ আমার পরিবারের লোকজনকে খুন-জখমের ও প্রাণনাশের হুমকি-ধমকি দিচ্ছেন। বিবাদির এমন অত্যাচারের কারণে আমি ও আমার পরিবারের লোকজন খুবই আশঙ্কাজনকভাবে জীবন-যাপন করছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় মাছ লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ০৪:২১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪

দামুড়হুদায় মাছ লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন উপজেলার লোকনাথপুর পূর্বপাড়ার মৃত হাফিজ উদ্দীনের ছেলে মো. আব্দুল মুন্নাফ (৬০)। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি দামুড়হুদা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আব্দুল মুন্নাফ বলেন, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামের মৃত দ্বীন মাহাম্মদের ছেলে মিজানুর রহমান (৫০) কাটান বিল নামক মাঠে ৫০ বিঘা জমির মধ্যে ৫ বিঘা জমি জোরপূর্বক দখল করে মাছ চাষ করেছেন। বিবাদী হাউলী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হওয়ায় দীর্ঘ ২৪ বছর যাবৎ জমি জোর করে দখল করে রেখেছেন। প্রতি বছর লিজ বাবদ এক লাখ টাকা দেওয়ার কথা থাকলেও কোনো টাকা দেননি। এ হিসাবে তার কাছে ২৪ লাখ টাকা পাব। এর মধ্যে হঠাৎ গত ১২/০৮/২০২৪ তারিখে তিনি আদালতে আমাদের নামে মাছ লুটপাটের মিথ্যা মামলা করেন।

তিনি বলেন, মামলায় ঘটনার যে দিন উল্লেখ করেন সেদিন সারাদেশে কারফিউ বলবৎ ছিল এবং ৯৯৯ খোলা ছিল। এছাড়া বিবাদী মিথ্যার আশ্রয় নিতে নিতে আমাদের নামে বিভিন্ন পত্রিকায় তাহাদের বিল থেকে মাছ লুটপাট ও বিষ প্রয়োগ করার মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ প্রকাশিত করেন। বিবাদী যাদের নামে মামলা করেছে তাদের মধ্যে দুজন প্রবাসী। তাহারা কয়েকদিনের জন্য বাড়িতে বেড়াতে এসেছিল। তারা বিল থেকে মাছ ধরে বিক্রি করার পর ফাঁকা বিলে বিষ দিয়ে আমাদের হয়রানি করার জন্য মামলা করেছেন।এছাড়া আমি একজন মসজিদের সভাপতি ও মাদ্রাসার সভাপতি এবং আমিসহ আমার পরিবারের সকলে সম্মানী লোকজন। বিবাদী চলমান দেশের পরিস্থিতির কারণে আমাদের হয়রানি ও আমাদের মান-সম্মানের হানী ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, বিবাদীর মিথ্যা সংবাদ আমাদের নামে দেখে আমরা পুনরায় বিবাদীদের এহেন কাজের প্রতি তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া বিবাদী আমাকেসহ আমার পরিবারের লোকজনকে খুন-জখমের ও প্রাণনাশের হুমকি-ধমকি দিচ্ছেন। বিবাদির এমন অত্যাচারের কারণে আমি ও আমার পরিবারের লোকজন খুবই আশঙ্কাজনকভাবে জীবন-যাপন করছি।