ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযান; দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

অস্বাস্থ্যকরভাবে খাদ্য পণ্য বিক্রয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দেউলি ও দশমিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি বলেন, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দামুড়হুদা উপজেলার দেউলি বাজার ও দশমিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কাঁচামালের আড়তসহ, মাছ-মাংস, সবজি, হোটেল, মুদি দোকান ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে তদারকি করা হয়। এ সময় দেউলি বাজারে মেসার্স সোহান স্টোর নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে দশমিপাড়ায় মেসার্স রাব্বি ফুড নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি ও পণ্যের প্যাকেটে মেয়াদ মূল্য না লেখার অপরাধে প্রতিষ্ঠান মালিক মাহফুজুর রহমানকে ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করা ছাড়াও অভিযানকালে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযান; দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড টাইম : ০৯:৩৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

অস্বাস্থ্যকরভাবে খাদ্য পণ্য বিক্রয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দেউলি ও দশমিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি বলেন, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দামুড়হুদা উপজেলার দেউলি বাজার ও দশমিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কাঁচামালের আড়তসহ, মাছ-মাংস, সবজি, হোটেল, মুদি দোকান ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে তদারকি করা হয়। এ সময় দেউলি বাজারে মেসার্স সোহান স্টোর নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে দশমিপাড়ায় মেসার্স রাব্বি ফুড নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি ও পণ্যের প্যাকেটে মেয়াদ মূল্য না লেখার অপরাধে প্রতিষ্ঠান মালিক মাহফুজুর রহমানকে ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করা ছাড়াও অভিযানকালে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।