ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল ও সমাবেশ

দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচারের দাবি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • / ২৫ বার পড়া হয়েছে

সদ্য পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে মিছিলটি বের করা হয়। মিছিলে নেতা-কর্মীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘বিচার বিচার বিচার চাই, গণহত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি চুয়াডাঙ্গা জেলা সাহিত্য পরিষদ থেকে বের হয়ে কোর্ট মোড়, শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা শিল্পকলা একডেমি পর্যন্ত যায়। পরে সেখান থেকে শহীদ হাসান চত্বর ফিরে সমাবেশ করে।
সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা ১৭ বছর ধরে বাংলাদেশে যে পরিমাণ মানুষ গুম করেছে, যে পরিমাণ মানুষকে হত্যা করেছে এবং আমাদের সদ্য যে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। সেই আন্দোলনে আমাদের ছাত্র-সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীদের ওপর যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, এর বিচার আমরা বাংলার মাটিতে অবশ্যই দেখতে চাই। শেখ হাসিনার সাথে যারা মন্ত্রী-এমপি ছিলেন, প্রশাসনের অনেকেই রয়েছেন, যারা তার আজ্ঞাবহ ছিলেন, তাদেরও আমরা বিচার দাবি করছি। আমাদের দাবি এখন স্পষ্ট, আমরা স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি চাই।’ এসময় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতা-কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল ও সমাবেশ

দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচারের দাবি

আপলোড টাইম : ০৯:২৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

সদ্য পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে মিছিলটি বের করা হয়। মিছিলে নেতা-কর্মীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘বিচার বিচার বিচার চাই, গণহত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি চুয়াডাঙ্গা জেলা সাহিত্য পরিষদ থেকে বের হয়ে কোর্ট মোড়, শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা শিল্পকলা একডেমি পর্যন্ত যায়। পরে সেখান থেকে শহীদ হাসান চত্বর ফিরে সমাবেশ করে।
সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা ১৭ বছর ধরে বাংলাদেশে যে পরিমাণ মানুষ গুম করেছে, যে পরিমাণ মানুষকে হত্যা করেছে এবং আমাদের সদ্য যে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। সেই আন্দোলনে আমাদের ছাত্র-সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীদের ওপর যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, এর বিচার আমরা বাংলার মাটিতে অবশ্যই দেখতে চাই। শেখ হাসিনার সাথে যারা মন্ত্রী-এমপি ছিলেন, প্রশাসনের অনেকেই রয়েছেন, যারা তার আজ্ঞাবহ ছিলেন, তাদেরও আমরা বিচার দাবি করছি। আমাদের দাবি এখন স্পষ্ট, আমরা স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি চাই।’ এসময় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতা-কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেন।