ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় রাজনৈতিক দল ও সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

দেশের সম্পদ রক্ষায় সকল অপকর্ম শক্ত হাতে দমনের তাগিদ

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৯:৪৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • / ৩১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল ও সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস সভাপতিত্ব করেন। প্রথমে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত সভায় অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।
তিনি বলেন, দেশ আজ একটি স্বৈরাচারের শিকল থেকে মুক্ত হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে স্বৈরাচার সরকার তাদের নেতারা। তবে এই সুযোগে চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে স্বৈরাচারের একটি পক্ষ সন্ত্রাসী কার্যকলাপ করছে। যার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। একটি মহল সুযোগ বুঝে বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত হতে পারে। তিনি সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, দেশের সম্পদ রক্ষা ও দেশকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সকল অপকর্ম শক্ত হাতে দমন করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।
সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আজিজুর রহমান পিণ্টু, আমান উল্লাহ আমান, রোকনুজ্জামান রোকন, আক্তারুজ্জামান, জিল্লুর রহমান ওল্টু, সাইফুদ্দিন আহমেদ কনক প্রমুখ।
পরে একই স্থানে উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে মতবিনিয় করেন ইউএনও স্নিগ্ধা দাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাসিষ বসু, জামায়াত নেতা দারুস সালাম, টিপু মিয়া, মামুন রেজা, প্রভাষক শফিউল আলম বকুল, আব্দুস সালাম প্রমুখ।

এরপর আলমডাঙ্গা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন ইউএনও। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, পরিমল কুমার কালু ঘোষ, বিশ্বজিৎ সাধুখা, নিমাই কুমার রায়, সুশিল কুমার ভৌতিকা, বিদ্যুৎ সাহা, উপজেরা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, ‘আপনাদের কাছে সরকার ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানাচ্ছি, ‘যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে সরাসরি সেনা বাহিনীর যে ফোন নম্বর দেওয়া হয়েছে, তাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। একই সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গেও যোগাযোগ করবেন। ঘটনা সম্পর্কে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও আমাদেরকে ফোন করে জানাবেন। দেশের চলমান অস্থিরতায় আলমডাঙ্গা থানা ও ট্রাফিক ব্যবস্থার নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গত মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভা সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় গতকাল সকাল থেকে থানায় ও ট্রাফিকের দায়িত্বপালন করছেন ১৯ জন আনসার সদস্য। দেশের এ পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে পারায় আনন্দিত আনসার বাহিনীরা। এতে স্বাভাবিক হতে চলেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। প্রথম পর্যায়ে আলমডাঙ্গা থানায় শিডিউল অনুযায়ী ১০ জন, পশুহাটে ৪ জন ও ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ৫ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও জানা যায়, শেখ হাসিনা বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফা দাবির কবলে পড়ে পদত্যাগ করে দেশত্যাগ করেন। তাঁর দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই দেশজুড়ে ছাত্ররা উল্লাসে মাতেন। এরই সুযোগে দুর্বৃত্তরা দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আলমডাঙ্গাতেও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও উপজেলার প্রায় ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে হামলা চালানো হয় আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কমীদের বসতবাড়িতে। হামলা থেকে বাঁচার তাগিদে পালিয়ে রয়েছেন আওয়ামী লীগের হাজারো নেতা-কমী।
সভায় উপস্থিত থেকে আলমডাঙ্গা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা আজিজুল হাকিম জানান, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের নির্দেশে থানায় ও ট্রাফিকে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও আনসার সদস্য মোতায়েন করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় রাজনৈতিক দল ও সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

দেশের সম্পদ রক্ষায় সকল অপকর্ম শক্ত হাতে দমনের তাগিদ

আপলোড টাইম : ০৯:৪৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল ও সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস সভাপতিত্ব করেন। প্রথমে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত সভায় অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।
তিনি বলেন, দেশ আজ একটি স্বৈরাচারের শিকল থেকে মুক্ত হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে স্বৈরাচার সরকার তাদের নেতারা। তবে এই সুযোগে চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে স্বৈরাচারের একটি পক্ষ সন্ত্রাসী কার্যকলাপ করছে। যার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। একটি মহল সুযোগ বুঝে বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত হতে পারে। তিনি সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, দেশের সম্পদ রক্ষা ও দেশকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সকল অপকর্ম শক্ত হাতে দমন করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।
সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আজিজুর রহমান পিণ্টু, আমান উল্লাহ আমান, রোকনুজ্জামান রোকন, আক্তারুজ্জামান, জিল্লুর রহমান ওল্টু, সাইফুদ্দিন আহমেদ কনক প্রমুখ।
পরে একই স্থানে উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে মতবিনিয় করেন ইউএনও স্নিগ্ধা দাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাসিষ বসু, জামায়াত নেতা দারুস সালাম, টিপু মিয়া, মামুন রেজা, প্রভাষক শফিউল আলম বকুল, আব্দুস সালাম প্রমুখ।

এরপর আলমডাঙ্গা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন ইউএনও। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, পরিমল কুমার কালু ঘোষ, বিশ্বজিৎ সাধুখা, নিমাই কুমার রায়, সুশিল কুমার ভৌতিকা, বিদ্যুৎ সাহা, উপজেরা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, ‘আপনাদের কাছে সরকার ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানাচ্ছি, ‘যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে সরাসরি সেনা বাহিনীর যে ফোন নম্বর দেওয়া হয়েছে, তাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। একই সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গেও যোগাযোগ করবেন। ঘটনা সম্পর্কে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও আমাদেরকে ফোন করে জানাবেন। দেশের চলমান অস্থিরতায় আলমডাঙ্গা থানা ও ট্রাফিক ব্যবস্থার নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গত মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভা সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় গতকাল সকাল থেকে থানায় ও ট্রাফিকের দায়িত্বপালন করছেন ১৯ জন আনসার সদস্য। দেশের এ পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে পারায় আনন্দিত আনসার বাহিনীরা। এতে স্বাভাবিক হতে চলেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। প্রথম পর্যায়ে আলমডাঙ্গা থানায় শিডিউল অনুযায়ী ১০ জন, পশুহাটে ৪ জন ও ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ৫ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও জানা যায়, শেখ হাসিনা বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফা দাবির কবলে পড়ে পদত্যাগ করে দেশত্যাগ করেন। তাঁর দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই দেশজুড়ে ছাত্ররা উল্লাসে মাতেন। এরই সুযোগে দুর্বৃত্তরা দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আলমডাঙ্গাতেও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও উপজেলার প্রায় ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে হামলা চালানো হয় আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কমীদের বসতবাড়িতে। হামলা থেকে বাঁচার তাগিদে পালিয়ে রয়েছেন আওয়ামী লীগের হাজারো নেতা-কমী।
সভায় উপস্থিত থেকে আলমডাঙ্গা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা আজিজুল হাকিম জানান, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের নির্দেশে থানায় ও ট্রাফিকে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও আনসার সদস্য মোতায়েন করা হবে।