ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা

চুয়াডাঙ্গা যেন উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলায় এগিয়ে থাকে সেটাই চাই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • / ২৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, মশার ব্যাপারে সচেতন হতে হবে। ডেঙ্গু মশা বা লার্ভা হতে পারে, এ রকম পানি জমে থাকলে সেগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে।

সদর হাসপাতাল রোড নির্মাণে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, সদর হাসপাতাল রোড নির্মাণে সকলে সহযোগিতা করেছেন। বিশেষ করে সড়ক বিভাগকে ধন্যবাদ। কৃষি সম্প্রসারণ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক বলেন, মাঠ পর্যায়ে যে কৃষক ভাইয়েরা আছেন, তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখতে হবে। কৃষিকাজে ব্যবহারের জন্য কীটনাশক প্রয়োজন হলে সেটির রক্ষণাবেক্ষণে খেয়াল রাখতে হবে। জেলা কৃষি বিভাগ জানায়, মৃত্তিকা পরীক্ষাগার চেয়ে সরকারের কাছে লেখা হয়েছে। ইতোমধ্যে সরেজমিন পরীক্ষা করার জন্য সম্মতি দিয়েছেন। জেলা প্রশাসক কৃষি বিভাগকে ধন্যবাদ জানান। খাদ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গা খাদ্য উদ্বৃত্ত জেলা। এ জেলায় পর্যাপ্ত ফসল উৎপাদন হয়। সরকারি ধান চাল সংগ্রহের ক্ষেত্রে এ ধরনের জেলা থেকে যেন সরকারি লক্ষ্যমাত্রা অর্জন করে, সেদিকে খেয়াল রাখতে হবে।

জেলা প্রশাসক বলেন, জেলার স্বাগত গেট নির্মাণের বিষয়ে গুরুত্ব দিতে হবে। পারস্পারিক পত্র যোগাযোগ ঠিকভাবে করতে হবে। উপজেলা পর্যায়ে দপ্তরগুলোর আন্তঃযোগাযোগ ঠিক রাখতে হবে। সবাইকে এসডিজি বাস্তবায়নের তথ্য সরবরাহ করতে হবে। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে চুয়াডাঙ্গার পরিবেশ ভালো আছে। আমাদের চুয়াডাঙ্গা যেন উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলায় এগিয়ে থাকে, সেটাই চাই। আপনাদের সকলের সহযোগিতা আছে বলেই চুয়াডাঙ্গা এখনো ভালো আছে।

সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), চুয়াডাঙ্গার স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান মঞ্জিলুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহ্রা, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মুনজুরুল করিম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ, চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক জৈষ্ঠ্য সাংবাদিক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণ নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, দৈনিক পশ্চিমাঞ্চলের চিফ রিপোর্টার আহসান আলমসহ বিভিন্ন দপ্তর প্রধানরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা

চুয়াডাঙ্গা যেন উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলায় এগিয়ে থাকে সেটাই চাই

আপলোড টাইম : ০৯:৩৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, মশার ব্যাপারে সচেতন হতে হবে। ডেঙ্গু মশা বা লার্ভা হতে পারে, এ রকম পানি জমে থাকলে সেগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে।

সদর হাসপাতাল রোড নির্মাণে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, সদর হাসপাতাল রোড নির্মাণে সকলে সহযোগিতা করেছেন। বিশেষ করে সড়ক বিভাগকে ধন্যবাদ। কৃষি সম্প্রসারণ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক বলেন, মাঠ পর্যায়ে যে কৃষক ভাইয়েরা আছেন, তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখতে হবে। কৃষিকাজে ব্যবহারের জন্য কীটনাশক প্রয়োজন হলে সেটির রক্ষণাবেক্ষণে খেয়াল রাখতে হবে। জেলা কৃষি বিভাগ জানায়, মৃত্তিকা পরীক্ষাগার চেয়ে সরকারের কাছে লেখা হয়েছে। ইতোমধ্যে সরেজমিন পরীক্ষা করার জন্য সম্মতি দিয়েছেন। জেলা প্রশাসক কৃষি বিভাগকে ধন্যবাদ জানান। খাদ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গা খাদ্য উদ্বৃত্ত জেলা। এ জেলায় পর্যাপ্ত ফসল উৎপাদন হয়। সরকারি ধান চাল সংগ্রহের ক্ষেত্রে এ ধরনের জেলা থেকে যেন সরকারি লক্ষ্যমাত্রা অর্জন করে, সেদিকে খেয়াল রাখতে হবে।

জেলা প্রশাসক বলেন, জেলার স্বাগত গেট নির্মাণের বিষয়ে গুরুত্ব দিতে হবে। পারস্পারিক পত্র যোগাযোগ ঠিকভাবে করতে হবে। উপজেলা পর্যায়ে দপ্তরগুলোর আন্তঃযোগাযোগ ঠিক রাখতে হবে। সবাইকে এসডিজি বাস্তবায়নের তথ্য সরবরাহ করতে হবে। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে চুয়াডাঙ্গার পরিবেশ ভালো আছে। আমাদের চুয়াডাঙ্গা যেন উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলায় এগিয়ে থাকে, সেটাই চাই। আপনাদের সকলের সহযোগিতা আছে বলেই চুয়াডাঙ্গা এখনো ভালো আছে।

সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), চুয়াডাঙ্গার স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান মঞ্জিলুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহ্রা, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মুনজুরুল করিম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ, চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক জৈষ্ঠ্য সাংবাদিক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণ নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, দৈনিক পশ্চিমাঞ্চলের চিফ রিপোর্টার আহসান আলমসহ বিভিন্ন দপ্তর প্রধানরা।