ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের জমি অধিগ্রহণের চেক হস্তান্তর

১০ জমির মালিক পেলেন প্রায় ৪ কোটি ২৭ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:২০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • / ৩০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ’ স্থাপনের উদ্দেশ্যে জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মধ্যে চেক প্রদান করা হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গার জাফরপুরে অধিগ্রহণকৃত জমির স্থানে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের হাতে চেক প্রদান করা হয়। এবার জাফরপুর ও হায়দারপুর মৌজার ১০ জমির মালিকের মধ্যে মোট ৪ কোটি ২৭ লাখ ৯৭ হাজার ৫৬৭ টাকার ক্ষতিপূরণের চেক দেয়া হয়েছে। চেক হস্তান্তর করেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল (রাজস্ব শাখা ও ভূমি অধিগ্রহণ শাখা)।

চেক হস্তান্তরকালে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল বলেন, ‘চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান কার্যক্রমে গতিশীলতা আনতে জেলা প্রশাসক বিশেষ নির্দেশনা দিয়েছেন। অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মধ্যে যত দ্রুত সম্ভব ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, বিজিবি অধিগ্রহণ সাইটে আজসহ এ পর্যন্ত মোট ১৮ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ১৭৯ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আসিফ, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-৬ বিজিবি কর্তৃক জেলায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ স্থাপন করা হবে। যার প্রয়োজনে চুয়াডাঙ্গা জাফরপুর গ্রামে ৫৭ দশমিক ২৮ একর এবং হায়দারপুর গ্রামে ২৮ দশমিক ৪৫ একরসহ সর্বমোট ৮৫ দশকি ৭৩ একর জমি অধিগ্রহণ করা হয়। এটি এ জেলার সর্ববৃহৎ অধিগ্রহণকৃত জমি। প্রকল্পে অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫ শ জন জমির মালিককে ধাপে ধাপে ৯৪ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা প্রদান করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের জমি অধিগ্রহণের চেক হস্তান্তর

১০ জমির মালিক পেলেন প্রায় ৪ কোটি ২৭ লাখ টাকা

আপলোড টাইম : ০৯:২০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গায় ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ’ স্থাপনের উদ্দেশ্যে জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মধ্যে চেক প্রদান করা হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গার জাফরপুরে অধিগ্রহণকৃত জমির স্থানে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের হাতে চেক প্রদান করা হয়। এবার জাফরপুর ও হায়দারপুর মৌজার ১০ জমির মালিকের মধ্যে মোট ৪ কোটি ২৭ লাখ ৯৭ হাজার ৫৬৭ টাকার ক্ষতিপূরণের চেক দেয়া হয়েছে। চেক হস্তান্তর করেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল (রাজস্ব শাখা ও ভূমি অধিগ্রহণ শাখা)।

চেক হস্তান্তরকালে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল বলেন, ‘চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান কার্যক্রমে গতিশীলতা আনতে জেলা প্রশাসক বিশেষ নির্দেশনা দিয়েছেন। অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মধ্যে যত দ্রুত সম্ভব ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, বিজিবি অধিগ্রহণ সাইটে আজসহ এ পর্যন্ত মোট ১৮ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ১৭৯ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আসিফ, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-৬ বিজিবি কর্তৃক জেলায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ স্থাপন করা হবে। যার প্রয়োজনে চুয়াডাঙ্গা জাফরপুর গ্রামে ৫৭ দশমিক ২৮ একর এবং হায়দারপুর গ্রামে ২৮ দশমিক ৪৫ একরসহ সর্বমোট ৮৫ দশকি ৭৩ একর জমি অধিগ্রহণ করা হয়। এটি এ জেলার সর্ববৃহৎ অধিগ্রহণকৃত জমি। প্রকল্পে অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫ শ জন জমির মালিককে ধাপে ধাপে ৯৪ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা প্রদান করা হবে।