ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • / ৩৩ বার পড়া হয়েছে

জাতীয় মৎস সপ্তাহ-২০২৪ উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে এ কর্মসূচি পালিত হয়।
চুয়াডাঙ্গা:
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমানে আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ। আমরা পূর্ববর্তী লক্ষ্যমাত্রা অতিক্রম করে বর্তমানে নতুন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছি। দেশে বর্তমানে মাছ চাষ করে অনেক যুবক স্বাবলম্বী হয়েছেন। তাঁরা নিজেরা নিজের কর্মসংস্থান তৈরি করছেন এবং অন্যের কর্মসংস্থান সৃষ্টি করছেন। তিনি বলেন, মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে, উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা, বাওড়, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরই মধ্যদিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে-ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রমুখ।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে গতকাল সকাল ৯টার দিকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে আলমডাঙ্গা মডেল মসজিদের মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান কে এম মঞ্জিলুর রহমান।
সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মুনিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহেনা পারভীন, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার ফাতেমা কামরুন নাহার আঁখি। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইন্সট্রাক্টর জামাল হোসেন।
আলমডাঙ্গা উপজেলা মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আঁখি স্বাগত বক্তব্যে বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা, সড়কে র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মাছচাষি ব্যক্তি, উদ্যোক্তা, প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান, উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছ অবমুক্ত করণ, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎসজীবীদের সাথে মতবিনিময় তরা হবে। এছাড়া মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পানির ভৌত রাসায়নিক পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি সাফল্য বিষয় নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা ছাড়া, জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে। সভা শেষে ৩ জন সফল মৎস্যচাষিকে পুরস্কার দেওয়া হয়।

দামুড়হুদা:
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দামুড়হুদা উপজেলা প্রশাসন। গতকাল সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য রালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ব্রিজমোড়ে গিয়ে শেষ হয়। এসময় মাথাভাঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএস তাসফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল কবীর ইউসুফ ও মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুন অর রশীদ, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, ক্ষেত্র সহকারী হান্নান, অবসরপ্রাপ্ত ক্ষেত্র সহকারী আব্দুর রাজ্জাক, সাবেক লিভ সাইদ, মনজুর হাসান, ইউনুস আলী প্রমুখ।
দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের বাস্তবায়নে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি উপজেলাব্যাপী মাইকিং করা হয়।

জীবননগর:
জীবননগরে জাতীয় মৎস্য সপ্তাহের-২০২৪ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে মৎস্য অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতা, কৃষি অফিসার আলমগীর হোসেন, শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা অ্যাকাডেমিক অফিসার জাকির হোসেন মোড়ল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার তানভীর হায়দার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার রজিবুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় শ্রী ষষ্ঠী হালদার, পোনা মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় মোসলেম উদ্দীন ও মৎস্য উৎপাদনে সফল ভূমিকা রাখায় মারুফদহ মৎস্যজীবী সমবায় সমবায় সমিতির রফিকুল ইসলামকে পুরস্কার দেন।

মেহেরপুর:
মেহেরপুরে মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। যা আগামী শেষ হবে আমাগী ৫ আগস্ট। এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমির থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামানের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম নাজমুল হক।
সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. তানভীর হাসান রুমান, জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শরিফুদ্দিন নিকুল প্রমুখ। বক্তারা মৎস চাষকে আরও সমৃদ্ধ করতে মৎস চাষীদের ভূমিকা ও করণীয় বিষয়বস্তু তুলে ধরেন। আলোচনা শেষে বিভিন্ন পর্যায়ে মাছ চাষে সাফল্য অর্জন করায় তিনজন মাছ চাষীকে সংবর্ধনা প্রদান করা হয়। এরমধ্যে মাছের পোনা অবমুক্তকরণ, ভৌত রাসায়নিক গুনাগুন পরীক্ষা, মাছ চাষের উপকরণ বিতরণ সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা মৎস্য অধিদপ্তর।

মুজিবনগর:
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে মুজিবনগর জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় মুজিবনগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে মৎস্য সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি০ নাজমুস সাদাত রত্ন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসরুবা আলম, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার হাসনাইন করিম, ক্ষেত্র সহকারী আহসান হাবীবসহ মৎস্য কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন মৎস্য খামারিরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ:
সারাদেশে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ শ্লোগানে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে এ মৎস্য সপ্তাহ উদ্যাপন করা হবে। এ উপলক্ষে সারাদেশের ন্যায় ঝিনাইদহেও নেওয়া হয়েছে নানা কর্মসূচি। তবে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের কথা থাকলেও সরকারি পুকুরে করা হয়েছে মাছের পোনা অবমুক্তকরণ।
এ ঘটনায় সমালোচনা শুরু হয় জানা যায়, সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সদর উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন সাইজের ৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। সচেতনমহল বলছেন, মাছের পোনা অবমুক্ত করতে হবে উন্মুক্ত কোন জলাশয়ে। সেটা না করে সদর উপজেলার পুকুরে মাছ ছাড়া হলো। এর সুবিধা পাবে সরকারি কর্মকর্তারা। যা মোটেও কাম্য নয়।
ঝিনাইদহ কৃষি ও মৎস্য খামারের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, অবমুক্তকরণ বলতে বোঝায় উন্মুক্ত জলাশয়ে। এর আগে আমরা দেখেছি নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করতে। কিন্তু এবার করা হলে উপজেলা পুকুরে। এই মাছ উপজেলা প্রশাসন ছাড়া কেউ ধরতে পারবে না। মাছের পোনা নদীতে ছাড়লে নদী পাড়ের বাসিন্দা, জেলে পরিবার সেই মাছগুলো ধরতে পারত। কিন্তু উপজেলার পুকুরে ছাড়া মানে তা সরকারি কর্মকর্তাদের পেটে যাওয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মৎস্যজীবী বলেন, আমাদের জন্য মাছ না ছেড়ে জেলা মৎস্য কর্মকর্তা সরকারি কর্মকর্তাদের জন্য সরকারি পুকুরে মাছ ছেড়েছে। যা সম্পূর্ণ অনিয়ম। এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা ও উদাপন কমিটির সদস্যসচিব ফরহাদুর রেজা বলেন, সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করার নিয়ম আছে। আগে নদী, খাল ও বিলে পোনা অবমুক্ত করা হতো। এবার এখনো বরাদ্দ আসেনি। বরাদ্দ পেলে নদীতেও অবমুক্ত করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান

আপলোড টাইম : ০৯:০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

জাতীয় মৎস সপ্তাহ-২০২৪ উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে এ কর্মসূচি পালিত হয়।
চুয়াডাঙ্গা:
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমানে আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ। আমরা পূর্ববর্তী লক্ষ্যমাত্রা অতিক্রম করে বর্তমানে নতুন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছি। দেশে বর্তমানে মাছ চাষ করে অনেক যুবক স্বাবলম্বী হয়েছেন। তাঁরা নিজেরা নিজের কর্মসংস্থান তৈরি করছেন এবং অন্যের কর্মসংস্থান সৃষ্টি করছেন। তিনি বলেন, মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে, উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা, বাওড়, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরই মধ্যদিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে-ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রমুখ।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে গতকাল সকাল ৯টার দিকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে আলমডাঙ্গা মডেল মসজিদের মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান কে এম মঞ্জিলুর রহমান।
সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মুনিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহেনা পারভীন, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার ফাতেমা কামরুন নাহার আঁখি। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইন্সট্রাক্টর জামাল হোসেন।
আলমডাঙ্গা উপজেলা মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আঁখি স্বাগত বক্তব্যে বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা, সড়কে র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মাছচাষি ব্যক্তি, উদ্যোক্তা, প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান, উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছ অবমুক্ত করণ, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎসজীবীদের সাথে মতবিনিময় তরা হবে। এছাড়া মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পানির ভৌত রাসায়নিক পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি সাফল্য বিষয় নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা ছাড়া, জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে। সভা শেষে ৩ জন সফল মৎস্যচাষিকে পুরস্কার দেওয়া হয়।

দামুড়হুদা:
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দামুড়হুদা উপজেলা প্রশাসন। গতকাল সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য রালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ব্রিজমোড়ে গিয়ে শেষ হয়। এসময় মাথাভাঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএস তাসফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল কবীর ইউসুফ ও মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুন অর রশীদ, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, ক্ষেত্র সহকারী হান্নান, অবসরপ্রাপ্ত ক্ষেত্র সহকারী আব্দুর রাজ্জাক, সাবেক লিভ সাইদ, মনজুর হাসান, ইউনুস আলী প্রমুখ।
দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের বাস্তবায়নে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি উপজেলাব্যাপী মাইকিং করা হয়।

জীবননগর:
জীবননগরে জাতীয় মৎস্য সপ্তাহের-২০২৪ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে মৎস্য অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতা, কৃষি অফিসার আলমগীর হোসেন, শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা অ্যাকাডেমিক অফিসার জাকির হোসেন মোড়ল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার তানভীর হায়দার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার রজিবুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় শ্রী ষষ্ঠী হালদার, পোনা মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় মোসলেম উদ্দীন ও মৎস্য উৎপাদনে সফল ভূমিকা রাখায় মারুফদহ মৎস্যজীবী সমবায় সমবায় সমিতির রফিকুল ইসলামকে পুরস্কার দেন।

মেহেরপুর:
মেহেরপুরে মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। যা আগামী শেষ হবে আমাগী ৫ আগস্ট। এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমির থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামানের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম নাজমুল হক।
সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. তানভীর হাসান রুমান, জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শরিফুদ্দিন নিকুল প্রমুখ। বক্তারা মৎস চাষকে আরও সমৃদ্ধ করতে মৎস চাষীদের ভূমিকা ও করণীয় বিষয়বস্তু তুলে ধরেন। আলোচনা শেষে বিভিন্ন পর্যায়ে মাছ চাষে সাফল্য অর্জন করায় তিনজন মাছ চাষীকে সংবর্ধনা প্রদান করা হয়। এরমধ্যে মাছের পোনা অবমুক্তকরণ, ভৌত রাসায়নিক গুনাগুন পরীক্ষা, মাছ চাষের উপকরণ বিতরণ সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা মৎস্য অধিদপ্তর।

মুজিবনগর:
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে মুজিবনগর জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় মুজিবনগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে মৎস্য সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি০ নাজমুস সাদাত রত্ন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসরুবা আলম, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার হাসনাইন করিম, ক্ষেত্র সহকারী আহসান হাবীবসহ মৎস্য কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন মৎস্য খামারিরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ:
সারাদেশে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ শ্লোগানে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে এ মৎস্য সপ্তাহ উদ্যাপন করা হবে। এ উপলক্ষে সারাদেশের ন্যায় ঝিনাইদহেও নেওয়া হয়েছে নানা কর্মসূচি। তবে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের কথা থাকলেও সরকারি পুকুরে করা হয়েছে মাছের পোনা অবমুক্তকরণ।
এ ঘটনায় সমালোচনা শুরু হয় জানা যায়, সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সদর উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন সাইজের ৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। সচেতনমহল বলছেন, মাছের পোনা অবমুক্ত করতে হবে উন্মুক্ত কোন জলাশয়ে। সেটা না করে সদর উপজেলার পুকুরে মাছ ছাড়া হলো। এর সুবিধা পাবে সরকারি কর্মকর্তারা। যা মোটেও কাম্য নয়।
ঝিনাইদহ কৃষি ও মৎস্য খামারের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, অবমুক্তকরণ বলতে বোঝায় উন্মুক্ত জলাশয়ে। এর আগে আমরা দেখেছি নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করতে। কিন্তু এবার করা হলে উপজেলা পুকুরে। এই মাছ উপজেলা প্রশাসন ছাড়া কেউ ধরতে পারবে না। মাছের পোনা নদীতে ছাড়লে নদী পাড়ের বাসিন্দা, জেলে পরিবার সেই মাছগুলো ধরতে পারত। কিন্তু উপজেলার পুকুরে ছাড়া মানে তা সরকারি কর্মকর্তাদের পেটে যাওয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মৎস্যজীবী বলেন, আমাদের জন্য মাছ না ছেড়ে জেলা মৎস্য কর্মকর্তা সরকারি কর্মকর্তাদের জন্য সরকারি পুকুরে মাছ ছেড়েছে। যা সম্পূর্ণ অনিয়ম। এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা ও উদাপন কমিটির সদস্যসচিব ফরহাদুর রেজা বলেন, সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করার নিয়ম আছে। আগে নদী, খাল ও বিলে পোনা অবমুক্ত করা হতো। এবার এখনো বরাদ্দ আসেনি। বরাদ্দ পেলে নদীতেও অবমুক্ত করা হবে।