ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে রাখাল শাহ মাজার কমিটি গঠনকে কেন্দ্র করে চরম উত্তেজনা

তিনজনকে পিটিয়ে জখম, অতিরিক্ত পুলিশ মোতায়েন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪১:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • / ৩৯ বার পড়া হয়েছে


জীবননগর উপজেলার রাখাল শাহার মাজার কমিটি গঠনকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর গ্রামের রাখাল শাহ মাজারের সামনে এ ঘটনা ঘটে। আহত তিনজন হলেন- উপজেলার খয়েরহুদা গ্রামের আ. খালেকের ছেলে দিনমজুর মুন্না, বাঁকা গ্রামের আ. হকের ছেলে জামাল ও একই গ্রামের নূরউদ্দিনের ছেলে কবির।

আহত মুন্না অভিযোগ করে বলেন, ‘রাখাল শাহ মাজার কমিটির পক্ষ থেকে খিচুড়ি রান্না করার জন্য সোমবার বিকেলে বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান আমাকে বলেন। সে কারণে আমার ওপর ক্ষিপ্ত হয়ে গালমন্দ করে সোবহান। কিন্তু আমি তার কথায় কিছু মনে করিনি। প্রতিদিনের ন্যায় আমি সকালে দোকান খুলে বসেছিলাম। এমন সময় আজিল, সোবহান, রনি মিলে আমাকে মারধর করে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে আমার মাথায় আঘাত করে। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে আমাকেসহ বাকি তিনজনকে রক্তাক্ত জখম অবস্থায় জীবননগর হাসপাতালে ভর্তি করে।’

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান বলেন, বাঁকা এলাকার দুজন রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে এসেছিলো। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ।
এ বিষয়ে বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. কাদের প্রধান বলেন, রাখাল শাহ মাজারের কমিটি গঠন করাকে কেন্দ্র একটি পক্ষ গ্রামের তিনজন দোকানদারকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। তারা সবাই হাসপাতালে ভর্তি আছে বলে শুনেছি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) একরামুল হক বলেন, রাখাল শাহ মাজারের কমিটি গঠন করাকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে বিবাদ চলছে। সেটাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। যাতে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে রাখাল শাহ মাজার কমিটি গঠনকে কেন্দ্র করে চরম উত্তেজনা

তিনজনকে পিটিয়ে জখম, অতিরিক্ত পুলিশ মোতায়েন

আপলোড টাইম : ১১:৪১:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪


জীবননগর উপজেলার রাখাল শাহার মাজার কমিটি গঠনকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর গ্রামের রাখাল শাহ মাজারের সামনে এ ঘটনা ঘটে। আহত তিনজন হলেন- উপজেলার খয়েরহুদা গ্রামের আ. খালেকের ছেলে দিনমজুর মুন্না, বাঁকা গ্রামের আ. হকের ছেলে জামাল ও একই গ্রামের নূরউদ্দিনের ছেলে কবির।

আহত মুন্না অভিযোগ করে বলেন, ‘রাখাল শাহ মাজার কমিটির পক্ষ থেকে খিচুড়ি রান্না করার জন্য সোমবার বিকেলে বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান আমাকে বলেন। সে কারণে আমার ওপর ক্ষিপ্ত হয়ে গালমন্দ করে সোবহান। কিন্তু আমি তার কথায় কিছু মনে করিনি। প্রতিদিনের ন্যায় আমি সকালে দোকান খুলে বসেছিলাম। এমন সময় আজিল, সোবহান, রনি মিলে আমাকে মারধর করে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে আমার মাথায় আঘাত করে। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে আমাকেসহ বাকি তিনজনকে রক্তাক্ত জখম অবস্থায় জীবননগর হাসপাতালে ভর্তি করে।’

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান বলেন, বাঁকা এলাকার দুজন রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে এসেছিলো। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ।
এ বিষয়ে বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. কাদের প্রধান বলেন, রাখাল শাহ মাজারের কমিটি গঠন করাকে কেন্দ্র একটি পক্ষ গ্রামের তিনজন দোকানদারকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। তারা সবাই হাসপাতালে ভর্তি আছে বলে শুনেছি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) একরামুল হক বলেন, রাখাল শাহ মাজারের কমিটি গঠন করাকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে বিবাদ চলছে। সেটাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। যাতে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।