ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভায় ডিসি ড. কিসিঞ্জার চাকমা

ধূমপান ও তামাক বিরোধী কার্যক্রম বেগবান করার তাগিদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • / ৪১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের আয়োজনে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, জেলা সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকা সোহেলী রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান, চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। এসময় বিভিন্ন এনজিও ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, আত্মহত্যা ও মানসিক স্বাস্থ্য নিয়ে আপনাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সচেতনতামূলক আলোচনা করতে হবে। এই দুটি নিয়ে পর্যাপ্ত কাজ করার সুযোগ আছে। আপনাদের সরাসরি মাঠ পর্যায়ে কাজ করতে হবে। জেলা প্রশাসক বলেন, মন্ত্রণালয় থেকে একটি চিঠি এসেছে। স্পষ্টভাবে বলা হয়েছে, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদ ছাড়া কোনো সংস্থা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারবে না। যদি এ রকম কেউ করে থাকেন, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও বেসরকারি সংস্থার মাধ্যমে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেটিতে সংশ্লিষ্ট অন্য দপ্তরকেও যুক্ত করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার মান বৃদ্ধি করতে হবে।
জেলা প্রশাসক বলেন, প্রকাশ্যে ধূমপান করা যাবে না। ধূমপান ও তামাক বিরোধী কার্যক্রম বেগবান করার জন্য সংশ্লিষ্ট সকলকে নিয়ে ক্যাম্পেইন করা যেতে পারে। বিশেষ করে আপনারা নিজ দপ্তরে কেউ ধূমপান করবেন না। গ্রাম আদালত সক্রিয়করণের বিষয়েও তিনি গুরুত্ব দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভায় ডিসি ড. কিসিঞ্জার চাকমা

ধূমপান ও তামাক বিরোধী কার্যক্রম বেগবান করার তাগিদ

আপলোড টাইম : ১১:১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের আয়োজনে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, জেলা সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকা সোহেলী রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান, চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। এসময় বিভিন্ন এনজিও ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, আত্মহত্যা ও মানসিক স্বাস্থ্য নিয়ে আপনাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সচেতনতামূলক আলোচনা করতে হবে। এই দুটি নিয়ে পর্যাপ্ত কাজ করার সুযোগ আছে। আপনাদের সরাসরি মাঠ পর্যায়ে কাজ করতে হবে। জেলা প্রশাসক বলেন, মন্ত্রণালয় থেকে একটি চিঠি এসেছে। স্পষ্টভাবে বলা হয়েছে, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদ ছাড়া কোনো সংস্থা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারবে না। যদি এ রকম কেউ করে থাকেন, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও বেসরকারি সংস্থার মাধ্যমে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেটিতে সংশ্লিষ্ট অন্য দপ্তরকেও যুক্ত করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার মান বৃদ্ধি করতে হবে।
জেলা প্রশাসক বলেন, প্রকাশ্যে ধূমপান করা যাবে না। ধূমপান ও তামাক বিরোধী কার্যক্রম বেগবান করার জন্য সংশ্লিষ্ট সকলকে নিয়ে ক্যাম্পেইন করা যেতে পারে। বিশেষ করে আপনারা নিজ দপ্তরে কেউ ধূমপান করবেন না। গ্রাম আদালত সক্রিয়করণের বিষয়েও তিনি গুরুত্ব দেন।