ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

৩০ জুলাই-৫ আগস্ট সপ্তাহব্যাপী থাকছে নানা কর্মসূচি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • / ৩৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে এ দুই স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা মৎস্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল। সভায় সপ্তাহব্যাপী সারাদেশের মতো জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, জেলায় মাছ চাষের জন্য পুকুর আছে ১১ হাজার ৫৮টি। বাঁওড় আছে এই জেলায় ১০টি। প্রতিবছরে এই জেলায় বাঁওড় থেকে মাছ উৎপাদন করা হয় ১ হাজার ৭৭২ দশমিক ৩০ মেট্রিক টন। মৌসুমি জলাশয়ে থেকে মাছ উৎপাদন হয় ৮২.২৯ মেট্রিক টন। মাছ চাষের জন্য বিলের সংখ্যা আছে ৬১টি। এই জেলায় মৎস্যজীবীদের সংখ্যা আছে ৫ হাজার ১১২টি ও মৎস্য চাষীর সংখ্যা ৯ হাজার ৩১২টি।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা, সদস্যসচিব অ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, একাত্তর টিভির প্রতিনিধি এম এ মামুন, ডিবিসি প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, নাগরিক টিভির প্রতিনিধি হুসাইন মালিক, প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, এনটিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, যুগান্তরের প্রতিনিধি আহাদ আলী মোল্লা, জি টিভির প্রতিনিধি রিফাত রহমান, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জামান আখতার, যমুনা টিভির প্রতিনিধি জিসান আহমেদ, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, এখন টিভির প্রতিনিধি অনিক চক্রবর্তী, দৈনিক আকাশ খবরের স্টাফ রিপোর্টার শেখ লিটন প্রমুখ।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরেও ৩০ জুলাই হতে ৫ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্যাপিত হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘ভরব মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে এ বছরের মৎস্য সপ্তাহ পালিত হবে।
আলমডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি জানান, মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা, সড়ক র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মাছচাষি ব্যক্তি, উদ্যোক্তা, প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান, উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছ অবমুক্তকরণ, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎসজীবীদের সাথে মতবিনিময়, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পানির ভৌত রাসায়নিক পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা ছাড়া, জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী মো. বেলাল হোসেন, ক্ষেত্র সহকারী এনএটিপি মো. হাবিবুর রহমান, লিফ মো. মারুফুল বিশ্বাস অরুপ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খোন্দকার শাহ আলম মণ্টু, সহসভাপতি খোন্দকার জামসিদুল হক মুনি, সাধারণ সম্পাদক খোন্দকার হামিদুল ইসলাম আজম, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বশিরুল আলম, ক্রীড়া সম্পাদক গোলাম সরওয়ার সদু প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

৩০ জুলাই-৫ আগস্ট সপ্তাহব্যাপী থাকছে নানা কর্মসূচি

আপলোড টাইম : ১০:৫৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে এ দুই স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা মৎস্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল। সভায় সপ্তাহব্যাপী সারাদেশের মতো জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, জেলায় মাছ চাষের জন্য পুকুর আছে ১১ হাজার ৫৮টি। বাঁওড় আছে এই জেলায় ১০টি। প্রতিবছরে এই জেলায় বাঁওড় থেকে মাছ উৎপাদন করা হয় ১ হাজার ৭৭২ দশমিক ৩০ মেট্রিক টন। মৌসুমি জলাশয়ে থেকে মাছ উৎপাদন হয় ৮২.২৯ মেট্রিক টন। মাছ চাষের জন্য বিলের সংখ্যা আছে ৬১টি। এই জেলায় মৎস্যজীবীদের সংখ্যা আছে ৫ হাজার ১১২টি ও মৎস্য চাষীর সংখ্যা ৯ হাজার ৩১২টি।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা, সদস্যসচিব অ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, একাত্তর টিভির প্রতিনিধি এম এ মামুন, ডিবিসি প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, নাগরিক টিভির প্রতিনিধি হুসাইন মালিক, প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, এনটিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, যুগান্তরের প্রতিনিধি আহাদ আলী মোল্লা, জি টিভির প্রতিনিধি রিফাত রহমান, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জামান আখতার, যমুনা টিভির প্রতিনিধি জিসান আহমেদ, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, এখন টিভির প্রতিনিধি অনিক চক্রবর্তী, দৈনিক আকাশ খবরের স্টাফ রিপোর্টার শেখ লিটন প্রমুখ।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরেও ৩০ জুলাই হতে ৫ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্যাপিত হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘ভরব মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে এ বছরের মৎস্য সপ্তাহ পালিত হবে।
আলমডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি জানান, মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা, সড়ক র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মাছচাষি ব্যক্তি, উদ্যোক্তা, প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান, উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছ অবমুক্তকরণ, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎসজীবীদের সাথে মতবিনিময়, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পানির ভৌত রাসায়নিক পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা ছাড়া, জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী মো. বেলাল হোসেন, ক্ষেত্র সহকারী এনএটিপি মো. হাবিবুর রহমান, লিফ মো. মারুফুল বিশ্বাস অরুপ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খোন্দকার শাহ আলম মণ্টু, সহসভাপতি খোন্দকার জামসিদুল হক মুনি, সাধারণ সম্পাদক খোন্দকার হামিদুল ইসলাম আজম, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বশিরুল আলম, ক্রীড়া সম্পাদক গোলাম সরওয়ার সদু প্রমুখ।