ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

না ফেরার দেশে চলে গেলেন চুয়াডাঙ্গার তরুণ সাংবাদিক জনি

জানাজায় হাজারো মানুষ, বিভিন্ন মহলে শোক

প্রতিবেদক, হিজলগাড়ী/ তিতুদহ:
  • আপলোড টাইম : ০৫:২০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • / ৩৮ বার পড়া হয়েছে


ফুল ফুটে পূর্ণ সুবাস ছড়ানোর আগেই ঝরে পড়ল মাটিতে। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে তিন দিন জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অকালেই চিরবিদায় নিলেন চুয়াডাঙ্গার মেধাবী তরুণ সাংবাদিক জহিরুল ইসলাম জনি। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সেমাবার বেলা সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকাবহ অবস্থার সৃষ্টি হয়। হাসপাতাল থেকে জনির লাশ বাসায় আনার আগেই তার বাড়িতে হাজারো মানুষ ভিড় করে। জনির জানাজা নামাজে উপচে পড়া মানুষের উপস্থিতিতে একা শোহাবহ অবস্থার সৃষ্টি হয়। তরুণ ও মেধাবী সম্ভাবনাময় সংবাদকর্মী জনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদিন জনির মৃত্যুর সংবাদ ভাইরাল হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গবরগাড়া আন্দবাজার পাড়ার মকছেদ আলীর একমাত্র পুত্র জহিরুল ইসলাম জনি (২২) গত ২৫ জুলাই হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হন। এসময় বাড়িতে তার চিকিৎসা চলছিল। গত শনিবার রাতে তাঁর অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা রোববার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে অ্যাম্বুলেন্সযোগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জনির অকাল মৃত্যুর সংবাদ নিজ গ্রামে পৌঁছালে নিজ গ্রাম ও আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। জনির লাশ তার নিজ বাড়িতে পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। জনি সাংবাদিকতার পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতেন। তিনি দৈনিক আকাশ খবর পত্রিকার তিতুদহ প্রতিনিধি ও হিজলগাড়ী প্রেসক্লাবের প্রচার সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন।
জনির অকাল মৃত্যুর সংবাদ শুনে তার বাড়িতে ছুটে যান ও শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান চুয়াডাঙ্গা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বাদ মাগরিব জানাজা শেষে গবরগাড়া কবরস্থানে তাঁকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

না ফেরার দেশে চলে গেলেন চুয়াডাঙ্গার তরুণ সাংবাদিক জনি

জানাজায় হাজারো মানুষ, বিভিন্ন মহলে শোক

আপলোড টাইম : ০৫:২০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪


ফুল ফুটে পূর্ণ সুবাস ছড়ানোর আগেই ঝরে পড়ল মাটিতে। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে তিন দিন জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অকালেই চিরবিদায় নিলেন চুয়াডাঙ্গার মেধাবী তরুণ সাংবাদিক জহিরুল ইসলাম জনি। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সেমাবার বেলা সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকাবহ অবস্থার সৃষ্টি হয়। হাসপাতাল থেকে জনির লাশ বাসায় আনার আগেই তার বাড়িতে হাজারো মানুষ ভিড় করে। জনির জানাজা নামাজে উপচে পড়া মানুষের উপস্থিতিতে একা শোহাবহ অবস্থার সৃষ্টি হয়। তরুণ ও মেধাবী সম্ভাবনাময় সংবাদকর্মী জনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদিন জনির মৃত্যুর সংবাদ ভাইরাল হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গবরগাড়া আন্দবাজার পাড়ার মকছেদ আলীর একমাত্র পুত্র জহিরুল ইসলাম জনি (২২) গত ২৫ জুলাই হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হন। এসময় বাড়িতে তার চিকিৎসা চলছিল। গত শনিবার রাতে তাঁর অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা রোববার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে অ্যাম্বুলেন্সযোগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জনির অকাল মৃত্যুর সংবাদ নিজ গ্রামে পৌঁছালে নিজ গ্রাম ও আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। জনির লাশ তার নিজ বাড়িতে পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। জনি সাংবাদিকতার পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতেন। তিনি দৈনিক আকাশ খবর পত্রিকার তিতুদহ প্রতিনিধি ও হিজলগাড়ী প্রেসক্লাবের প্রচার সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন।
জনির অকাল মৃত্যুর সংবাদ শুনে তার বাড়িতে ছুটে যান ও শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান চুয়াডাঙ্গা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বাদ মাগরিব জানাজা শেষে গবরগাড়া কবরস্থানে তাঁকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়।