ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ইমরানকে কুপিয়ে হত্যা ঘটনার প্রধান আসামি ঝণ্টু আলী গ্রেপ্তার

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
  • আপলোড টাইম : ০৪:১৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • / ৪৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় রাজমিস্ত্রি ইমরান হোসেন হত্যা মামলার প্রধান আসামি ঝণ্টু আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে পাশর্^বর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ঝণ্টু আলী আলমডাঙ্গা উপজেলার ডাউকী ইউনিয়নের গাংপাড়া গ্রামের মুক্তারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া।
আলমডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২২ জুলাই) রাতে আলমডাঙ্গা থানার ডাউকী ইউনিয়নের গাংপাড়ায় ইমরান হোসেন নামের এক রাজমিস্ত্রি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরদিন মঙ্গলবার নিহতর পিতা মিজানুর রহমান বাদী হয়ে গাংপাড়া গ্রামের মুক্তারের ছেলে ঝণ্টু আলীকে প্রধান আসামি করে ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। গতকাল শুক্রবার আলমডাঙ্গা থানা পুলিশ গোপনে সংবাদ পায় হত্যা মামলার প্রধান আসামি ঝণ্টু আলী মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছেন। পরে শুক্রবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আলমডাঙ্গা থানা পুলিশ।
ডাউকী ইউপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মাসুদা খাতুন বলেন, ঝণ্টু আলী ও ইব্রাহিম আলী দুজনেই টাপেন্টাডল সেবন করতো। তাদের সঙ্গে ইমরান হোসেন মাদক সেবন করতে শুরু করে। কিছুদিন পূর্বে ইমরান ঝণ্টুর নিকট থেকে ৫০ টাকা ধার করে। ওই টাকার জন্য গত সোমবার রাতে ইমরানকে মোবাইলে ডেকে নিয়ে যায়। এসময় তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হলে রাগান্বিত হয়ে ঝণ্টু তার কাছে থাকা একটি ধারালো হাসুয়া জাতীয় দেশীয় অস্ত্র দিয়ে ইমরানের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, মহেশপুর সীমান্তবর্তী এলাকার এক আত্মীয়ের বাসা থেকে হত্যা মামলার প্রধান আসামি ঝণ্টু আলীকে গ্রেপ্তার করে থানায় নেয়া হয়েছে। আগামীকাল শনিবার (আজ) তাকে আদালতে তোলা হবে। আর এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় ইমরানকে কুপিয়ে হত্যা ঘটনার প্রধান আসামি ঝণ্টু আলী গ্রেপ্তার

আপলোড টাইম : ০৪:১৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

আলমডাঙ্গায় রাজমিস্ত্রি ইমরান হোসেন হত্যা মামলার প্রধান আসামি ঝণ্টু আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে পাশর্^বর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ঝণ্টু আলী আলমডাঙ্গা উপজেলার ডাউকী ইউনিয়নের গাংপাড়া গ্রামের মুক্তারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া।
আলমডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২২ জুলাই) রাতে আলমডাঙ্গা থানার ডাউকী ইউনিয়নের গাংপাড়ায় ইমরান হোসেন নামের এক রাজমিস্ত্রি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরদিন মঙ্গলবার নিহতর পিতা মিজানুর রহমান বাদী হয়ে গাংপাড়া গ্রামের মুক্তারের ছেলে ঝণ্টু আলীকে প্রধান আসামি করে ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। গতকাল শুক্রবার আলমডাঙ্গা থানা পুলিশ গোপনে সংবাদ পায় হত্যা মামলার প্রধান আসামি ঝণ্টু আলী মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছেন। পরে শুক্রবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আলমডাঙ্গা থানা পুলিশ।
ডাউকী ইউপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মাসুদা খাতুন বলেন, ঝণ্টু আলী ও ইব্রাহিম আলী দুজনেই টাপেন্টাডল সেবন করতো। তাদের সঙ্গে ইমরান হোসেন মাদক সেবন করতে শুরু করে। কিছুদিন পূর্বে ইমরান ঝণ্টুর নিকট থেকে ৫০ টাকা ধার করে। ওই টাকার জন্য গত সোমবার রাতে ইমরানকে মোবাইলে ডেকে নিয়ে যায়। এসময় তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হলে রাগান্বিত হয়ে ঝণ্টু তার কাছে থাকা একটি ধারালো হাসুয়া জাতীয় দেশীয় অস্ত্র দিয়ে ইমরানের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, মহেশপুর সীমান্তবর্তী এলাকার এক আত্মীয়ের বাসা থেকে হত্যা মামলার প্রধান আসামি ঝণ্টু আলীকে গ্রেপ্তার করে থানায় নেয়া হয়েছে। আগামীকাল শনিবার (আজ) তাকে আদালতে তোলা হবে। আর এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।