ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কোটাবিরোধী আন্দোলনে সহিংসতা, চুয়াডাঙ্গা ও মেহেরপুুসহ সারাদেশে

নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • / ৫১ বার পড়া হয়েছে

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় সারা দেশের পাড়া-মহল্লার মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশের মসজিদগুলোতে জুমার নামাজ শেষে এই দোয়া করা হয়। এছাড়া আগামীকাল রোববার সুবিধাজনক সময়ে দেশের সব মন্দির, প্যাগোডা ও গীর্জায় প্রার্থনা করা হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের সই করা এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয়া হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা শহর ও জেলার সকল উপজেলার মসজিদগুলোতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সারা দেশে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা জেলার সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। ‘কমপ্লিট শাটডাউন’ আন্দোলন চলাকালে ব্যাপক অগ্নিসন্ত্রাস, নাশকতার কারণে মৃত্যুবরণকারীদের প্রতি শোক জ্ঞাপন ও আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে গতকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত করার বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গতকাল জুমার নামাজের সময় চুয়াডাঙ্গা জেলা মডেল মসজিদ, পৌর মডেল মসজিদ, বড় বাজার জামে মসজিদ, থানা মসজিদ, পৌরসভা জামে মসজিদ, জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদসহ উপজেলা শহরের বিভিন্ন মসজিদে মুসল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে। নামাজের আগে প্রতিটি মসজিদেই ধর্মীয়, সামাজিকসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বয়ান রাখেন মসজিদের ইমাম ও খতিবরা। নামাজ শেষে মোনাজাতে নিহতদের জন্য দোয়া করা করা হয়েছে। মোনাজাতে সবার গুনাহ মাফ, আখিরাতে মুক্তি, দেশ ও মুসলিম জাতির শান্তি কামনাও করেন মুসুল্লিরা। এছাড়া আগামীকাল রোববার সুবিধাজনক সময়ে সব মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হবে।
মেহেরপুর:
মেহেরপুরের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। দোয়া ও মোনাজাতে সম্প্রতি ঢাকাসহ সারাদেশে কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় নিহত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। গতকাল মেহেরপুরে সকল মসজিদে জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান কোর্ট রোড মডেল মসজিদে দোয়ায় অংশ নেন। এসময় সাধারণ মুসল্লিদের পাশাপাশি সরকারি-বেসরকারি অনেক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কোটাবিরোধী আন্দোলনে সহিংসতা, চুয়াডাঙ্গা ও মেহেরপুুসহ সারাদেশে

নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া

আপলোড টাইম : ০৪:১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় সারা দেশের পাড়া-মহল্লার মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশের মসজিদগুলোতে জুমার নামাজ শেষে এই দোয়া করা হয়। এছাড়া আগামীকাল রোববার সুবিধাজনক সময়ে দেশের সব মন্দির, প্যাগোডা ও গীর্জায় প্রার্থনা করা হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের সই করা এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয়া হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা শহর ও জেলার সকল উপজেলার মসজিদগুলোতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সারা দেশে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা জেলার সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। ‘কমপ্লিট শাটডাউন’ আন্দোলন চলাকালে ব্যাপক অগ্নিসন্ত্রাস, নাশকতার কারণে মৃত্যুবরণকারীদের প্রতি শোক জ্ঞাপন ও আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে গতকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত করার বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গতকাল জুমার নামাজের সময় চুয়াডাঙ্গা জেলা মডেল মসজিদ, পৌর মডেল মসজিদ, বড় বাজার জামে মসজিদ, থানা মসজিদ, পৌরসভা জামে মসজিদ, জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদসহ উপজেলা শহরের বিভিন্ন মসজিদে মুসল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে। নামাজের আগে প্রতিটি মসজিদেই ধর্মীয়, সামাজিকসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বয়ান রাখেন মসজিদের ইমাম ও খতিবরা। নামাজ শেষে মোনাজাতে নিহতদের জন্য দোয়া করা করা হয়েছে। মোনাজাতে সবার গুনাহ মাফ, আখিরাতে মুক্তি, দেশ ও মুসলিম জাতির শান্তি কামনাও করেন মুসুল্লিরা। এছাড়া আগামীকাল রোববার সুবিধাজনক সময়ে সব মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হবে।
মেহেরপুর:
মেহেরপুরের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। দোয়া ও মোনাজাতে সম্প্রতি ঢাকাসহ সারাদেশে কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় নিহত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। গতকাল মেহেরপুরে সকল মসজিদে জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান কোর্ট রোড মডেল মসজিদে দোয়ায় অংশ নেন। এসময় সাধারণ মুসল্লিদের পাশাপাশি সরকারি-বেসরকারি অনেক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।