ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে তিন সাংবাদিকের ওপর হামলা অভিযোগ

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • / ৬২ বার পড়া হয়েছে

মেহেরপুরে তিন সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে জেলার গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন নাগরিক টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি রাব্বি আহমেদ, এশিয়ান টেলিভিশন ও বিডি২৪ লাইভ ডটকমের মেহেরপুর জেলা প্রতিনিধি জাহিদ মাহমুদ ও দৈনিক বাংলাদেশ সমাচারের মেহেরপুর প্রতিনিধি তরিকুল ইসলাম। তাঁদের ওপর হামলা করেন স্থানীয় নেতা জিয়াউল ইসলাম জিয়া। তিনি গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও নিশিপুর গ্রামের মুন্তাজ মেম্বারের ছেলে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এই হামলার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। তিনি বলেন, এই হামলার ঘটনা দুঃখজনক। আমি বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে তিন সাংবাদিকের ওপর হামলা অভিযোগ

আপলোড টাইম : ০৮:০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

মেহেরপুরে তিন সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে জেলার গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন নাগরিক টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি রাব্বি আহমেদ, এশিয়ান টেলিভিশন ও বিডি২৪ লাইভ ডটকমের মেহেরপুর জেলা প্রতিনিধি জাহিদ মাহমুদ ও দৈনিক বাংলাদেশ সমাচারের মেহেরপুর প্রতিনিধি তরিকুল ইসলাম। তাঁদের ওপর হামলা করেন স্থানীয় নেতা জিয়াউল ইসলাম জিয়া। তিনি গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও নিশিপুর গ্রামের মুন্তাজ মেম্বারের ছেলে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এই হামলার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। তিনি বলেন, এই হামলার ঘটনা দুঃখজনক। আমি বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।