ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার স্কয়ার হাসপাতালে ইউপি চেয়ারম্যান সোহরাবের অস্ত্রোপচার

এখনো হয়নি কোনো মামলা, আটকও নেই

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ০৭:৪৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • / ৭১ বার পড়া হয়েছে

ঢাকার স্কয়ার হাসপাতালে ইউপি চেয়ারম্যান সোহরাবের অস্ত্রোপচার

দুর্বৃত্তদের হামলায় আহত জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন খান ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। এর আগে স্কয়ার হাসপাতালে তাঁকে দেখতে যান চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। তিনি চেয়ারম্যান সোহরাব হোসেনকে দেখে পরে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। চিকিৎসাসহ সার্বিক বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এদিকে সোহরাব হোসেন খানের পরিবারের লোকজন ঢাকায় থাকায় গতকাল শনিবার পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানা গেছে। তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, এলাকায় ফিরলে তারা মামলা করবে। বর্তমানে তারা চেয়ারম্যান সোহরাব হোসেন খানের চিকিৎসার ওপর জোর দিচ্ছে।

জানতে চাইলে জীবননগন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে তারা তদন্ত শুরু করেছে। পুলিশের কয়েকটি সংস্থা এ ঘটনায় তদন্ত করছে। মামলা হলে তদন্ত করতে আরও সুবিধা হতো বলে জানান ওসি। তিনি সাংবাদিকসহ কেউ কোনো তথ্য পেলে পুলিশকে জানানোর অনুরোধ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ৮টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আলার মোড়ের অদূরে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খানকে কুপিয়ে জখম করে দুর্বত্তরা। প্রথমে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোরে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ২৮ মে উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে একই স্টাইলে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এক মাসের ব্যবধানে দুই ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় উপজেলার জনপ্রতিনিধিদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঢাকার স্কয়ার হাসপাতালে ইউপি চেয়ারম্যান সোহরাবের অস্ত্রোপচার

এখনো হয়নি কোনো মামলা, আটকও নেই

আপলোড টাইম : ০৭:৪৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

দুর্বৃত্তদের হামলায় আহত জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন খান ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। এর আগে স্কয়ার হাসপাতালে তাঁকে দেখতে যান চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। তিনি চেয়ারম্যান সোহরাব হোসেনকে দেখে পরে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। চিকিৎসাসহ সার্বিক বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এদিকে সোহরাব হোসেন খানের পরিবারের লোকজন ঢাকায় থাকায় গতকাল শনিবার পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানা গেছে। তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, এলাকায় ফিরলে তারা মামলা করবে। বর্তমানে তারা চেয়ারম্যান সোহরাব হোসেন খানের চিকিৎসার ওপর জোর দিচ্ছে।

জানতে চাইলে জীবননগন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে তারা তদন্ত শুরু করেছে। পুলিশের কয়েকটি সংস্থা এ ঘটনায় তদন্ত করছে। মামলা হলে তদন্ত করতে আরও সুবিধা হতো বলে জানান ওসি। তিনি সাংবাদিকসহ কেউ কোনো তথ্য পেলে পুলিশকে জানানোর অনুরোধ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ৮টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আলার মোড়ের অদূরে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খানকে কুপিয়ে জখম করে দুর্বত্তরা। প্রথমে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোরে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ২৮ মে উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে একই স্টাইলে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এক মাসের ব্যবধানে দুই ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় উপজেলার জনপ্রতিনিধিদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে।