ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগর ও মেহেরপুর পৌরসভার বাজেট ঘোষণা

সমীকরণ প্রতিবেদন:
  • আপলোড টাইম : ০৯:২৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • / ৪৫ বার পড়া হয়েছে


চুয়াডাঙ্গার জীবননগর ও মেহেরপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে ভিন্ন আয়োজনে এ বাজেট ঘোষণা করে পৌর কর্তৃপক্ষ।

জীবননগর:
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জীবননগর পৌরসভার সম্মেলনকক্ষে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও বাজেট ঘোষণা করেন জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। আগামী অর্থবছরে জীবননগর পৌরসভার মোট আয় ধরা হয়েছে ২৫ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪৬ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭৫ হাজার টাকা, প্রারম্ভিক জের ৫ লাখ ৮৫ হাজার ৩৪৬ টাকা ও উন্নয়ন প্রাপ্তি আয় ২২ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার ৭০০ টাকা।
বিপরীতে আগামী অর্থবছরে জীবননগর পৌরসভার মোট ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪৬ টাকা। এর মধ্যে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৩৫২ টাকা, রাজস্ব উদ্বৃত্ত ৪ লাখ ৮০ হাজার ৯৯৪ টাকা ও উন্নয়ন ব্যয় ২২ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার ৭০০ টাকা।
জীবননগর পৌরসভার ভারপ্রাপ্ত হিসাবরক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল কাশেম, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. জয়নাল আবেদীন, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. খোকন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম রাজা, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান, জীবননগর পৌরসভার প্রধান সহকারী তরিকুল ইসলামসহ পৌর কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও পৌর এলাকার বিশিষ্টজনেরা।

মেহেরপুর:
মেহেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে ৪০ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ১৮৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এসময় ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেট ও ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। ২০২৪-২৫ অর্থ বছরের ঘোষিত বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।
মেহেরপুর পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন পৌরসভার ২ নম্বর প্যানেল মেয়র সৈয়দ আবু আব্দুল্লাহ বাপ্পী, ৩ নম্বর প্যানেল মেয়র রোকসানা খাতুন, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসেন, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আবু আব্দুল্লাহ বাপ্পি, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহিম, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান রিটন, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুঞ্জুরুল কবীর রিপন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, ডলারসহ- ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন আক্তার, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর দিল আফরোজ জোছনা প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার নির্বাহী কমকর্তা জিএম ওবায়দুল্লাহ, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ ও হিসাবরক্ষক মহাদ্দেস আলী। আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তাসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়াসহ অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগর ও মেহেরপুর পৌরসভার বাজেট ঘোষণা

আপলোড টাইম : ০৯:২৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪


চুয়াডাঙ্গার জীবননগর ও মেহেরপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে ভিন্ন আয়োজনে এ বাজেট ঘোষণা করে পৌর কর্তৃপক্ষ।

জীবননগর:
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জীবননগর পৌরসভার সম্মেলনকক্ষে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও বাজেট ঘোষণা করেন জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। আগামী অর্থবছরে জীবননগর পৌরসভার মোট আয় ধরা হয়েছে ২৫ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪৬ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭৫ হাজার টাকা, প্রারম্ভিক জের ৫ লাখ ৮৫ হাজার ৩৪৬ টাকা ও উন্নয়ন প্রাপ্তি আয় ২২ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার ৭০০ টাকা।
বিপরীতে আগামী অর্থবছরে জীবননগর পৌরসভার মোট ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪৬ টাকা। এর মধ্যে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৩৫২ টাকা, রাজস্ব উদ্বৃত্ত ৪ লাখ ৮০ হাজার ৯৯৪ টাকা ও উন্নয়ন ব্যয় ২২ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার ৭০০ টাকা।
জীবননগর পৌরসভার ভারপ্রাপ্ত হিসাবরক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল কাশেম, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. জয়নাল আবেদীন, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. খোকন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম রাজা, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান, জীবননগর পৌরসভার প্রধান সহকারী তরিকুল ইসলামসহ পৌর কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও পৌর এলাকার বিশিষ্টজনেরা।

মেহেরপুর:
মেহেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে ৪০ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ১৮৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এসময় ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেট ও ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। ২০২৪-২৫ অর্থ বছরের ঘোষিত বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।
মেহেরপুর পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন পৌরসভার ২ নম্বর প্যানেল মেয়র সৈয়দ আবু আব্দুল্লাহ বাপ্পী, ৩ নম্বর প্যানেল মেয়র রোকসানা খাতুন, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসেন, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আবু আব্দুল্লাহ বাপ্পি, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহিম, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান রিটন, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুঞ্জুরুল কবীর রিপন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, ডলারসহ- ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন আক্তার, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর দিল আফরোজ জোছনা প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার নির্বাহী কমকর্তা জিএম ওবায়দুল্লাহ, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ ও হিসাবরক্ষক মহাদ্দেস আলী। আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তাসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়াসহ অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ।