ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদা থানা ও তহসিল অফিস পরিদর্শনকালে ডিসি ড. কিসিঞ্জার চাকমা

পুলিশ ও জনগণের সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে হবে

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ১২:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • / ৩০ বার পড়া হয়েছে

দামুড়হুদা মডেল থানা ও সদর ইউনিয়ন তহসিল (ভূমি) অফিস বাৎসরিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। গতকাল বুধবার সরেজমিনে তিনি পরিদর্শন করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা।

দামুড়হুদা মডেল থানা পরিদর্শন কালে প্রথমেই জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর। মডেল থানা পরিদর্শনকালে থানার পুলিশ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় জেলা প্রশাসককে দামুড়হুদা মডেল থানার পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মডেল থানা পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, জেলার আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। দামুড়হুদা মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসক বলেন, থানায় এসে যেন কোনো সেবা গ্রহীতা বিড়ম্বনা ও প্রতারণার স্বীকার না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। পুলিশ ও জনগণের সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে হবে। জনগণ ও পুলিশের সম্পর্ক ভালো থাকলে এলাকার সার্বিক পরিস্থিতি ভালো থাকে। এছাড়ও জেলা প্রশাসক ভূমি অফিসে সাধারণ সেবা গ্রহীতারা যাতে সঠিক সময়ে ও সঠিকভাবে সেবা পান, সেদিকে বিশেষ গুরুত্ব দেয়াসহ দায়িত্বরতদের নিষ্ঠার সঙ্গে কার্জ সম্পাদনা করার জন্য নির্দেশনা প্রদান করেন। থানা পরিদর্শন শেষে জেলা প্রশাসক দামুড়হুদা সদর তহসিল (ভূমি) অফিসে সেবা গ্রহীতাদের জন্য নির্মিত অপেক্ষাগার ছায়াবিথীর উদ্বোধন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদা থানা ও তহসিল অফিস পরিদর্শনকালে ডিসি ড. কিসিঞ্জার চাকমা

পুলিশ ও জনগণের সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে হবে

আপলোড টাইম : ১২:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

দামুড়হুদা মডেল থানা ও সদর ইউনিয়ন তহসিল (ভূমি) অফিস বাৎসরিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। গতকাল বুধবার সরেজমিনে তিনি পরিদর্শন করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা।

দামুড়হুদা মডেল থানা পরিদর্শন কালে প্রথমেই জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর। মডেল থানা পরিদর্শনকালে থানার পুলিশ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় জেলা প্রশাসককে দামুড়হুদা মডেল থানার পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মডেল থানা পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, জেলার আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। দামুড়হুদা মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসক বলেন, থানায় এসে যেন কোনো সেবা গ্রহীতা বিড়ম্বনা ও প্রতারণার স্বীকার না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। পুলিশ ও জনগণের সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে হবে। জনগণ ও পুলিশের সম্পর্ক ভালো থাকলে এলাকার সার্বিক পরিস্থিতি ভালো থাকে। এছাড়ও জেলা প্রশাসক ভূমি অফিসে সাধারণ সেবা গ্রহীতারা যাতে সঠিক সময়ে ও সঠিকভাবে সেবা পান, সেদিকে বিশেষ গুরুত্ব দেয়াসহ দায়িত্বরতদের নিষ্ঠার সঙ্গে কার্জ সম্পাদনা করার জন্য নির্দেশনা প্রদান করেন। থানা পরিদর্শন শেষে জেলা প্রশাসক দামুড়হুদা সদর তহসিল (ভূমি) অফিসে সেবা গ্রহীতাদের জন্য নির্মিত অপেক্ষাগার ছায়াবিথীর উদ্বোধন করেন।